সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন কাশ্মীর ইস্যুতে ভারতকে কোনঠাঁসা করার ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান, তখনই বারংবার প্রকাশ্যে আসছে পাকিস্তানের নাগরিকদের উপর পাক সেনাবাহিনীর প্রবল অত্যাচারের কথা৷ কাশ্মীরকে স্বাধীন করতে ভারতের বিরুদ্ধে যখন ক্রমাগত প্রচার চালিয়ে যাচ্ছে পাকিস্তান, তখন পাকিস্তানের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করল পাখতুনরা৷ বালোচদের পর এবার দেশের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেবেন পাখতুনরা৷ এই কথাই স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন পাখতুন নেতা উমর খাট্টাক৷ পাশতুনিস্তান লিবারেশন আর্মির তরফে এদিন সাফ জানিয়ে দেওয়া হয়, পাক প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁরা৷ পাখতুনদের উপর পাক সেনাবাহিনীর ক্রমাগত আক্রমনের বিরুদ্ধে তাঁরা সরব হবেন বলে জানা গিয়েছে৷
এদিন পাখতুন নেতা উমর খাট্টাক বলেন, পাক ও আফগান সীমান্তে অবস্থিত সোয়াট ও ওয়াজিরিস্তান অঞ্চলকে সন্ত্রাসের মুক্তাঞ্চল হিসাবে ব্যবহার করতে চায় পাকিস্তান৷ এই অঞ্চলের ঘরবাড়িতে লুঠপাট করার পাশাপাশি পাখতুন মহিলাদের লাহোরের বাজারে যৌনদাসী হিসাবে বিক্রি করে পাক সেনাবাহিনী৷ খাট্টাকের আরও অভিযোগ পাকিস্তানের সেনাদের অত্যাচারে ইতিমধ্যে প্রায় ৫ লক্ষ পাখতুন আফগানিস্তানে পালিয়ে গিয়েছেন৷ কিন্তু পাখতুন নেতার সাফ কথা, এই অত্যাচার তাঁরা আর সহ্য করবেন না৷ পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধরার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা৷ বিশ্বের তাবর শক্তিগুলিকে পাখতুনরা এই কঠিন সময়ে পাশে থাকার আর্জি জানিয়েছেন৷ এর পাশাপাশি, পাকিস্তানের বিরুদ্ধে পরমাণবিক শক্তির চোরা লেনদেনের অভিযোগও এনেছেন পাখতুন নেতা৷ বিশ্বের কালো বাজারে পরমাণবিক অস্ত্র বিক্রি করে পাকিস্তান, এমন অভিযোগও আনা হয়েছে তাঁদের পক্ষ থেকে৷
The post পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাখতুনদের appeared first on Sangbad Pratidin.