সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিস্ফোরণের আবহে এবার যুদ্ধের জিগির তুললেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ! দাবি করলেন, একই সময়ে ভারত এবং আফগানিস্তান দুই দেশের বিরুদ্ধে লড়তে প্রস্তুত তাঁর দেশ। একসঙ্গে দুই প্রতিপক্ষকে হারাতে আল্লা সাহায্য করবেন বলেও দাবি আসিফের। উল্লেখ্য, বুধবার দিল্লি বিস্ফোরণকে জঙ্গি হামলা বলে ঘোষণা করেছে কেন্দ্র। তারপরই পাক প্রতিরক্ষামন্ত্রীর ইঙ্গিতবাহী মন্তব্য।
দিল্লিতে বিস্ফোরণের পরদিনই বোমা ফেটেছে ইসলামাবাদেও। ১২ জনের মৃত্যু হয়েছে সেই বিস্ফোরণে। ঘটনার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান। তারপরেই পাক প্রতিরক্ষামন্ত্রীর ইঙ্গিতবাহী মন্তব্য। একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, "আমরা একই সঙ্গে দুই ফ্রন্টে লড়তে প্রস্তুত। পূর্বদিকে এবং পশ্চিমদিকের সীমানায় লড়তে পারি। আল্লা আমাদের প্রথম দফায় সাহায্য করেছেন, দ্বিতীয় দফাতেও করবেন।" ইসলামাবাদে বিস্ফোরণের পরেই আসিফের এহেন মন্তব্য ঘিরে জল্পনা, এবার কি জঙ্গি দমনের নামে আবারও আফগানিস্তানে হামলা চালাবে পাকিস্তান?
অন্যদিকে, পহেলগাঁও হামলার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাফ জানিয়েছিলেন, ভারতের বুকে যেকোনও জঙ্গি হামলাকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমকক্ষ ধরা হবে। দিল্লি বিস্ফোরণের ৪৮ ঘণ্টা পরে তাকে জঙ্গি হামলার আখ্যা দেওয়া হয়েছে। তারপর প্রশ্ন উঠছে, তাহলে কি আবার অপারেশন সিঁদুর শুরু করতে চলেছে ভারত? বিরতি ভেঙে আবারও অপারেশন সিঁদুর শুরু করবে ভারত? সেই জল্পনার মাঝেই পাক প্রতিরক্ষামন্ত্রীর মুখে ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথা শোনা গেল।
উল্লেখ্য, গত মাসেই আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পাকটিকায় হামলা হয়। যদিও ওই হামলার দায় স্বীকার করেনি পাকিস্তান। তবে রক্তক্ষয়ী সংঘাতে জড়ায় দুই দেশ। আপাতত সংঘর্ষবিরতি রাজি হয়েছে দুপক্ষ। তবে পরপর দুই বিস্ফোরণের পর খোয়াজা আসিফের এই মন্তব্যে প্রশ্ন জাগছে, তাহলে কি ভারত-আফগানিস্তান দুই দেশ থেকেই প্রত্যাঘাতের আশঙ্কায় কাঁপছে পাকিস্তান? তাই কি এমন হুঙ্কার দিয়ে নিজেকে আত্মবিশ্বাসী দেখাতে চাইছেন পাক মন্ত্রী?
