shono
Advertisement
Pakistan

জেলে দেখা করতে গিয়ে হেনস্তার শিকার ইমরানের বোনেরা, মুনিরের নির্দেশে হামলা?

জেলের বাইরেই ১০ ঘন্টা ধরে অবস্থান ধর্মঘট ইমরান খানের বোনেদের।
Published By: Anustup Roy BarmanPosted: 09:03 PM Nov 19, 2025Updated: 09:03 PM Nov 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে ফের উত্তেজনা। এবার সমস্যার কেন্দ্রে পাক প্রশাসন। জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বোনদের মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

Advertisement

জানা গিয়েছে, পাকিস্তানের আদিয়ালা কারাগারের বাইরে গত রাতে এই নাটকীয় ঘটনা ঘটে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোনদের টেনেহিঁচড়ে জেলের সামনে থেকে সরিয়ে আটক করার অভিযোগ উঠেছে। ইমরান খানের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাৎ করতে আসেন তাঁর বোনরা। সেই সময়ে তাঁদের সাক্ষাত করতে দেওয়া হয়নি। এর পরেই প্রাক্তন প্রধানমন্ত্রীর বোনেরা জেলের বাইরেই ১০ ঘন্টা ধরে অবস্থান ধর্মঘট করে। এই ঘটনায়ত সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার, ইমরানের তিন বোন আলেমা, উজমা এবং নওরীন খান সাপ্তাহিক সাক্ষাতের জন্য আদিয়ালা জেলে পৌঁছান। কিন্তু, তাঁদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় এবং এরপরে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। এরপরে তাঁরা জেলের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাঁদের আটক করে। পিটিআই-এর দাবি একজন মহিলা পুলিশ অফিসার নওরিনকে চুল ধরে রাস্তার উপর টেনেহিঁচড়ে মাটিতে ফেলে দেন এবং অন্য দুই বোনকেও মারধর করেন। আলেমার দাবি, এক সময়ে নাওরিন অজ্ঞান হয়ে যান এবং সেই অবস্থায় তাঁকে টেনে হিঁচড়ে রাস্তার উপর দিয়ে যাওয়া হয়।

আলেমার অভিযোগ, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নির্দেশে তাঁদের উপর অত্যাচার করা হয়েছে। সেপ্টেম্বরে, ইমরান খান বলেন, "আমাদের দেশে 'আসিম আইন' চলছে। মুনির সমস্ত নীতিবোধকে কবর দিয়েছেন, 'ডাকাত এবং ডাফার' জোটের অধীনে সবকিছু চালাচ্ছেন।"

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধানের বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার বিক্রি এবং অন্যান্য দুর্নীতির মামলা হয়েছে। সেই মামলায় দুই বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি ইমরাণ। পিটিআই প্রধানের বোন এবং তাঁর পরিবারের দাবি প্রাক্তন প্রধানমন্ত্রীকে অমানবিক পরিস্থিতিতে নির্জন কারাগারে রাখা হচ্ছে। সকলেই তাঁর মুক্তি দাবি করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তানে ফের উত্তেজনা।
  • এবার সমস্যার কেন্দ্রে পাক প্রশাসন।
  • প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বোনদের মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
Advertisement