shono
Advertisement

Breaking News

Pakistan

শক্তিবৃদ্ধি মুনিরের, ক্ষমতা খর্ব সুপ্রিম কোর্টের, গণতন্ত্রকে হত্যা করে এবার সেনাশাসনে পাকিস্তান?

বুধবার পাক পার্লামেন্টের নিম্নকক্ষ পাশ হল সংবিধান সংশোধনী বিল।
Published By: Subhodeep MullickPosted: 03:10 PM Nov 13, 2025Updated: 03:12 PM Nov 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষে পাশ হল সংবিধান সংশোধনী বিল। ফিল্ড মার্শাল থেকে একেবারে সেনা সর্বাধিনায়ক হলেন অসিম মুনির। শুধু তাই নয়, পাকিস্তানের সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করতেও নতুন একটি বিল পাশ করানো হয়েছে বলে খবর। এবার কি তাহলে ফের সেনাশাসনে চলে যাবে পাকিস্তান? এই প্রশ্নটিই এখন উঠতে শুরু করেছে। এখানে বলে রাখা ভালো, পাকিস্তানে সেনার শাসন নতুন নয়। ১৯৯৯ সালে তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে দেশের শাসনভার হাতে নিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান পারভেজ মুশারফ।

Advertisement

বুধবার পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংবিধানের ২৪৩ অনুচ্ছেদ সংশোধন সংক্রান্ত বিল পাশ করে শাহবাজ সরকার। এর ফলে সেনাপ্রধান ফিল্ড মার্শাল থেকে মুনির হলেন সেনা সর্বাধিনায়ক বা চিফ অফ ডিফেন্স ফোর্সেস। এর আগে এরকম কোনও পদ পাক সেনাবাহিনীতে ছিল না। সংবিধান সংশোধনের করে নতুন এই পদ সৃষ্টি করা হল। এর পাশাপাশি নতুন বিলে মুনিরের জন্য বিশেষ আইনি রক্ষাকবচও দেওয়া হয়েছে বলে খবর।

অন্যদিকে, পাকিস্তানের সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করতেও নতুন একটি বিল পাশ করিয়েছে পাক সরকার। এই বিলে সংবিধান সংক্রান্ত যাবতীয় মামলার ভার সুপ্রিম কোর্টের হাত থেকে কেড়ে নিয়ে নতুন গঠিত সাংবিধানিক আদালতে পাঠানোর কথা বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে আসলে দেশের গণতন্ত্রকে হত্যা করল শাহবাজ সরকার। 

উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পর গুরুত্ব বৃদ্ধি পায় মুনিরের। তাঁর পদোন্নতি করে তাঁকে ফিল্ড মার্শাল করা হয়। সম্প্রতি আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যেও তাঁকে অংশগ্রহণ করতে দেখা যায়। কয়েকমাস আগেই আমেরিকা সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন মুনির। ট্রাম্পও বারবার তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে মুনিরের ক্ষমতা আরও বৃদ্ধি করল পাক সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষে পাশ হল সংবিধান সংশোধনী বিল।
  • ফিল্ড মার্শাল থেকে একেবারে সেনা সর্বাধিনায়ক হলেন অসিম মুনির।
  • শুধু তাই নয়, পাকিস্তানের সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করতেও নতুন একটি বিল পাশ করানো হয়েছে বলে খবর।
Advertisement