সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্শাদ নাদিম। অলিম্পিক মানচিত্রে তিনি তুলে ধরেছেন পাকিস্তানের নাম। জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজকে পিছনে ফেলে জিতেছেন সোনা। কিন্তু তাঁকে অভিনন্দন জানাতে গিয়েই ট্রোলড হতে হল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে।
কিন্তু কেন? আসলে শরিফ নাদিমকে শুভেচ্ছাবার্তা জানানোর সময় তাঁর সঙ্গে একটি ছবি পোস্ট করেন পাক প্রধানমন্ত্রী। সেই ছবিতে দেখা যাচ্ছে তিনি পাক জ্যাভলিন থ্রোয়ারের হাতে একটি ১০ লক্ষ পাকিস্তানি (Pakistan) টাকার চেক তুলে দিচ্ছেন। সেই ছবিকে ঘিরেই ক্ষোভ উগরে দিচ্ছেন পাক জনতা। আর সেই বিতর্কে আরও আগুন ছড়িয়েছে পাক রাজনীতিবিদ রানা মাসুদের একটি ভিডিও। সেখানে রানাকে বলতে শোনা গিয়েছে, প্য়ারিস অলিম্পিকে (Parris Olympic) নাদিমকে খেলার সুযোগ করে দিয়েছেন শরিফই। সেই সঙ্গেই সেই ভিডিওয় দেখা গিয়েছে, রানা ও শরিফ দুজনই উদযাপনে মাতছেন নাদিমকে সোনা জিততে।
[আরও পড়ুন: প্রেসিডেন্সিতে সংরক্ষিত থাকবে পড়ুয়া বুদ্ধর স্মৃতিবিজড়িত নথি]
প্রসঙ্গত, নাদিমের সাফল্যের গল্পটা রূপকথার মতো। কয়েক মাস আগেও ঠিক মতো অনুশীলন করতে পারছিলেন না তিনি। আধুনিক একটিও জ্যাভলিন ছিল না তাঁর কাছে। গত সাত আট বছর ধরে একটি জ্যাভলিন নিয়েই বিভিন্ন প্রতিযোগিতায় নামছিলেন। তবে তাঁর অলিম্পিকে যাওয়া-আসার খরচ পাক সরকারই দিয়েছিল। কিন্তু এটুকু বাদে নাদিমের সাফল্যের পিছনে তাঁর ব্যক্তিগত উদ্যোগই ছিল প্রধান। গত মার্চে সংবাদমাধ্যমের সামনে নাদিম বলেন, তাঁর পুরনো জ্যাভলিনটি বদলে দিতে। কেননা ৭-৮ বছর ধরে ব্যবহার করার কারণে সেই আর অলিম্পিকের আসরে অংশ নেওয়ার উপযোগী নেই। এমনকী, ২০২০ সালের টোকিও অলিম্পিকে তাঁর সফরের কোনও খরচই পাক সরকার দেয়নি। বন্ধু ও প্রতিবেশীদের সাহায্যে সেবার অলিম্পিকে অংশ নেন তিনি। এই যেখানে পরিস্থিতি, সেখানে নাদিমের সাফল্যের অভিনন্দন বার্তায় ১০ লক্ষ টাকার চেকের প্রদর্শনেই শুরু হয়েছে ট্রোলিং।