সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিস্ফোরণের আঁচ পাকিস্তানে। শঙ্কিত ইসলামাবাদ। ফের শুরু হবে অপারেশন সিঁদুর? পাকিস্তানকে ভাবাচ্ছে এই প্রশ্ন। এই প্রেক্ষাপটে জল্পনা আরও বাড়িয়ে পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বললেন, পাকিস্তান হাই অ্যালার্টে রয়েছে। ভারতের সঙ্গে যুদ্ধে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মঙ্গলবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন, উপমহাদেশীয় অঞ্চলে ক্রমাগত বাড়ছে উত্তেজনা। এর মাঝেই ভারত সম্পর্কে সতর্ক রয়েছে পাকিস্তান।
এক সাক্ষাৎকারে আসিফ বলেন, "আমরা কোনও পরিস্থিতিতেই ভারতকে উপেক্ষা করছি না অথবা বিশ্বাসও করছি না। আমার মনে হয় সীমান্তে আফগান অনুপ্রবেশ বা ভারতীয় আক্রমণ-সহ যেকোনও প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে। আমাদের অবশ্যই সম্পূর্ণ সতর্ক থাকতে হবে।"
অন্যদিকে, ভারতের মাটিতে পাক মদতপুষ্ট সন্ত্রাসের অভিযোগ ফের প্রমাণিত! পাকিস্তানের নেতা চৌধুরী আনোয়ারুল হক বলেছেন, 'লাল কেল্লা থেকে শুরু করে কাশ্মীরের জঙ্গল', সন্ত্রাসবাদীরা আক্রমণ করেছে।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে হক বলেন, "আমি আগেই বলেছিলাম যদি তোমরা বালোচিস্তানে রক্তপাত করতে থাকো, তাহলে আমরা লাল কেল্লা থেকে কাশ্মীরের জঙ্গল পর্যন্ত ভারতকে আঘাত করব। আল্লার রহমতে, আমরা এটা করেছি এবং তারা এখনও মৃতদেহ গণনা শেষ করতে পারছে না।"
পাকিস্তান বারবার বালোচিস্তানের অস্থিরতার জন্য ভারতকে দায়ি করেছে। বিশেষজ্ঞদের দাবি, নিজের দেশের অর্থনৈতিক সমস্যা লুকানোর জন্য এবং সীমান্ত সন্ত্রাসে তাঁদের যোগাযোগ থেকে আন্তর্জাতিক মঞ্চের মনোযোগ সরানোর জন্য বালোচিস্তানে ভারতের যুক্ত থাকার বিষয়টি বার বার বলার চেষ্টা করে তাঁরা। যদিও, নয়াদিল্লি ইসলামাবাদের দাবি নস্যাৎ করে দিয়েছে।
পহেলগাম হামলার প্রতিক্রিয়ায়, ভারত পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। সিন্ধু জল চুক্তি স্থগিত করা সহ বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। সীমান্ত সন্ত্রাসবাদে ইসলামাবাদের ভূমিকা নিয়ে পাকিস্তানের কোনও রাজনীতিবিদের বক্তব্য এটাই প্রথম নয়।
সম্প্রতি, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি পাকিস্তান সরকারের সন্ত্রাস নীতি সম্পর্কে নিজের বক্তব্য রেখেছেন। তিনি দাবি করেছেন, নিজের রাজনৈতিক ফায়দার জন্য সন্ত্রাসবাদ তৈরি করছে ইসলামাবাদ।
