shono
Advertisement
Islamabad

পাক আদালতের বাইরে ফিদায়েঁ হামলা, দায় স্বীকার তালিবানের

দীর্ঘদিন ধরেই পাকিস্তানের মাথাব্যাথার অন্যতম বড় কারণ তেহরিক-ই-তালিবান পাকিস্তান।
Published By: Subhodeep MullickPosted: 12:18 PM Nov 12, 2025Updated: 12:18 PM Nov 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার দুপুরে ইসলামাবাদের একটি আদালতের বাইরে ভায়বহ গাড়ি বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। ঘটনার পরই পাকিস্তানের বড় শহরগুলিতে জারি করা হয় হাই অ্যালার্ট। এবার সেই হামলার দায় স্বীকার করল বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। তারা একটি বিবৃতিতে জানিয়েছে, আমাদের যোদ্ধারা ইসলামাবাদে আদালতে আক্রমণ করেছে।  পাকিস্তানে ইসলামী আইনের বাইরে গিয়ে যে সকল আইনজীবী, বিচারক এবং অন্যান্য কর্মকর্তারা রায় দেন, তাঁরাই আমাদের লক্ষ্যবস্তু ছিল।

Advertisement

দীর্ঘদিন ধরেই পাকিস্তানের মাথাব্যাথার অন্যতম বড় কারণ এই বিদ্রোহী টিটিপি গোষ্ঠী। খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান-সহ পাক-আফগান সীমান্ত এই জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত। সেখান থেকে প্রায়শই পাক সেনাবাহিনীর উপর চলে মারণ হামলা। এদিকে, এই অঞ্চলগুলোর মধ্যে দিয়ে গিয়েছে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি। সেখানেও চিনা আধিকারিকদের উপর বহুবার হামলা চালিয়েছে এই জঙ্গিরা। ওই অঞ্চলে লাগাতার জঙ্গি হামলায় ধাক্কা খেয়েছে পাকিস্তানের অর্থনীতিও।

উল্লেখ্য, মঙ্গলবার ইসলামাবাদের একটি আদালত চত্বরের পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা গাড়িতে আচমকা বিস্ফোরণ হয়। তারপরই ছড়িয়ে পড়ে আগুন। বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িও। জানা যাচ্ছে, ঘটনার সময় সেখানে বহু মানুষের ভিড় ছিল। তাঁদের মধ্যে ছিলেন বহু আইনজীবীও। বিস্ফোরণের পরই সেখানে হুলস্থূল পড়ে যায়। ঘটনায় মৃত্যু হয় অন্তত ১২ জনের। আহতের সংখ্যা বহু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার দুপুরে ইসলামাবাদের একটি আদালতের বাইরে ভায়বহ গাড়ি বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের।
  • ঘটনার পরই পাকিস্তানের বড় শহরগুলিতে জারি করা হয় হাই অ্যালার্ট।
  • এবার সেই হামলার দায় স্বীকার করল বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান(টিটিপি)।
Advertisement