shono
Advertisement

রাওয়াতের খোঁচায় রক্তাক্ত, ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি পাকিস্তানের

ফাঁকা আওয়াজ ধরা পড়তেই কি কথার ফুলঝুরি? The post রাওয়াতের খোঁচায় রক্তাক্ত, ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি পাকিস্তানের appeared first on Sangbad Pratidin.
Posted: 10:43 AM Jan 14, 2018Updated: 05:13 AM Jan 14, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরমাণু শক্তি নিয়ে পাকিস্তানের মিথ্যে কথার কারসাজিতে ভুলবে না ভারত৷ সরকার চাইলে সীমান্ত পেরিয়ে গিয়ে পাকিস্তানকে সমুচিত শিক্ষা দেওয়া হবে৷ ঠিক এই ভাষাতেই পাকিস্তানকে ধমক দিয়েছিলেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত৷ মোক্ষম এই খোঁচা খেয়েই জেগে উঠল পাক মুলুক৷ ভারতের বিরুদ্ধেই এবার পরমাণু যুদ্ধের হুমকি সে দেশের৷

Advertisement

বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং কি প্রয়াত? ]

পরমাণু অস্ত্রে বলীয়ান বলে পাকিস্তান বরাবরই ক্ষমতা জাহির করে৷ কিন্তু সেসবকে পাত্তাই দিতে চাননি জেনারেল বিপিন রাওয়াত৷ তাঁর দাবি, ওসব বুজরুকিতে বিশ্বাসের কোনও দরকার নেই৷ লাল ফিতের ফাঁস খুললে, সবুজ সংকেত মিললেই পাক ভূমে গিয়ে মুখোমুখি লড়াই করা যাবে৷ পাকিস্তানের পরমাণু অস্ত্র আছে বলে ভারত কখনওই চুপ করে বসে থাকবে না৷ পাকিস্তানের ধাপ্পাবাজি ধরা পড়ে যাবে বলেও বিশ্বাস তাঁর৷ রাওয়াতের এই মন্তব্যের একদিন পরই নিজেদের ক্ষমতা দেখাতে মরিয়া পাকিস্তান৷ প্রত্যাঘাত হেনে পাক বিদেশমন্ত্রী মহম্মদ খাজা আসিফ জানিয়েছেন, “ভারতের সেনাপ্রধান যা মন্তব্য করেছেন তা কখনওই তাঁর পদের সঙ্গে মানানসই নয়৷ এতে পরমাণু যুদ্ধের সম্ভাবনাই আরও বাড়ছে৷ আর যদি সত্যিই রাওয়াত চান, তাহলে পাকিস্তানে আসুন৷ তাহলেই আমাদের শক্তি বুঝে যাবেন৷ পাকিস্তানের পরমাণু সম্ভার নিয়ে ওঁর মনে যা সংশয় আছে, তা মিটে যাবে৷”

মার্কিন মুলুকের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকেই চাপে পাকিস্তান৷ বছরের গোড়াতেই পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ জানান, পাকিস্তানকে সামরিক খাতে টাকা দিয়ে স্রেফ প্রতারণাই পেয়েছেন৷ সন্ত্রাস দমনের কোনও চেষ্টাই করেনি পাকিস্তান৷ এই মন্তব্যের পরই পাকিস্তানকে অর্থাসাহায্য বন্ধ করে দেয় মার্কিন মুলুক৷ মুখরক্ষার খাতিরে হুংকার দিতে হয় পাকিস্তানকে৷ তারাও জানায়, মার্কিন সাহায্য ছাড়াই দেশ চালানোর ক্ষমতা রাখে৷ কিন্তু কূটনৈতিক স্তরে পাকিস্তানের এই কোণঠাসা হয়ে যাওয়া ভারতের সামনে সুযোগ এনে দেয়৷ জেনারেল বিপিন রাওয়াতের কড়া কথায় ছিল তারই ছাপ৷ প্রত্যাশিতভাবেই এবারও পালটা হুংকার দিয়েই মুখরক্ষা পাকিস্তানের৷

একাধিক বিবৃতি দিয়েই ভারতকে জবাব দেওয়ার পথে হেঁটেছে পাকিস্তান৷  পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরও রাওয়াতের মন্তব্যের এই জবাব দিয়েছেন৷ পরমাণু শক্তিতে যে পাকিস্তান বলীয়ান, তা জানিয়ে দিতে ভুল করেননি৷ পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জলও জানিয়েছেন, রাওয়াত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন৷ পাকিস্তান সবরকম আক্রমণ প্রতিরোধে সক্ষম৷ এবং পালটা আঘাতও হানতে পারে৷ পাকিস্তানের বিবৃতিতেই স্পষ্ট, মার্কিন মুুলুকের কাছে মাথা নোয়ানোর পর, ভারতের কাছে কোনওভাবেই হেঁট হতে রাজি নয়৷ তাই কাজে না হলেও কথার ফুলঝুরিতেই আপাতত ক্ষমতার আস্ফালন চলছে সে দেশের৷

এটাই এ বছরের সবচেয়ে আশ্চর্য ঘটনা! আপনি জানেন তো? ]

The post রাওয়াতের খোঁচায় রক্তাক্ত, ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি পাকিস্তানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement