shono
Advertisement
Britain

সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঐতিহাসিক মুহূর্ত, এবার লন্ডনে যাত্রা শুরু প্যালেস্টাইনের দূতাবাসের

দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
Published By: Anustup Roy BarmanPosted: 02:30 PM Jan 06, 2026Updated: 04:13 PM Jan 06, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই ঐতিহাসিক ঘটনা। যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইন নতুন বছরে শুরু করল নতুন যাত্রা। সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার প্রায় তিন মাস পর সোমবার এক 'ঐতিহাসিক মুহূর্তে' লন্ডনে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল প্যালেস্টাইনের দূতাবাস। গাজায় দুই বছর ধরে টানা যুদ্ধের পরে এই পদক্ষেপ দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

Advertisement

ব্রিটেনে নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত হুসাম জোমলট দূতাবাসের বাইরে একটি ফলক উন্মোচন করেন। এই উদ্বোধনকে 'ঐতিহাসিক মুহূর্ত' বলে অভিহিত করেন তিনি। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জোমলট জানিয়েছেন, 'আজ, আনুষ্ঠানিকভাবে ব্রিটেনে উদ্বোধন হল প্যালেস্টাইনের দূতাবাস। ব্রিটেনের মাটিতে একটুকরো প্যালেস্টাইন। শান্তি, মর্যাদা এবং আমাদের জনগণের ন্যায়বিচার ও স্বাধীনতার জন্য লড়াইয়ের প্রতীক।'

পশ্চিম লন্ডনে মিশনের বাইরে জমায়েত হওয়া জনতার উদ্দেশে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রদূত জোমলট বলেন, "আমার বন্ধুরা, ব্রিটিশ-প্যালেস্টাইন সম্পর্কের ক্ষেত্রে এবং পুয়ালেস্টিনীয় জনগণের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের দীর্ঘ যাত্রায় এক গভীর মাইলফলক। নতুন বছরের এক অসাধারণ শুরু।"

গত সেপ্টেম্বর মাসেই একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া। বলা বাহুল্য, তিন রাষ্ট্রই নিজেদের বৈদেশিক নীতিতে বড় বদল আনে। কারণ এই ঘটনায় ইজরায়েলের পাশাপাশি আমেরিকার বিরাগভাজন হওয়ার সম্ভাবনা ছিল ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়ার।

ইজরায়েল-হামাস সংঘর্ষ কার্যত একতরফা। এখনও হামাসের কাছে কিছু ইজরায়েলি পণবন্দি থাকলেও গাজার বেঞ্জামিন নেতানিয়াহুর সেনার ধ্বংসযজ্ঞের কাছে তা নিতান্ত সামান্য ঘটনা। এই অবস্থার মধ্যেও বিশ্বের একাধিক দেশ প্যালেস্টাইকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেয়। এমন ১৪০টি দেশের সঙ্গে যুক্ত হয় ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া।

সেই সময় এক্স হ্যান্ডেলে একটি পোস্টে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেইর স্টারমার বলেন, "মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে আমরা শান্তি এবং দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করছি। যার অর্থ একটি নিরাপদ এবং সুরক্ষিত ইজরায়েল এবং প্যালেস্টাইন রাষ্ট্র।" স্টারমার যোগ করেন, "শান্তি এবং দ্বিরাষ্ট্র সমাধানের আশা পুনরুজ্জীবিত করতে এই মহান দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমি স্পষ্টভাবে বলছি, ব্রিটেন আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিচ্ছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নতুন বছরের শুরুতেই ঐতিহাসিক ঘটনা।
  • লন্ডনে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল প্যালেস্টাইনের দূতাবাস।
  • তিন মাস আগে সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি।
Advertisement