shono
Advertisement
Washington

ওয়াশিংটনের আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে ধাক্কা মার্কিন সেনার কপ্টারের! মৃত অন্তত ১৮

ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভয়ংকর মুহূর্তের ভিডিও।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 09:51 AM Jan 30, 2025Updated: 10:50 AM Jan 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেরিকায়। ওয়াশিংটন ডিসির কাছে মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে ধাক্কা লাগে মার্কিন সেনার একটি হেলিকপ্টারের। ৬০ জন যাত্রী নিয়ে বিমানটি ভেঙে পড়েছে কাছের পোটোম্যাক নদীতে বলে খবর। ঘটনায় এপর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

Advertisement

সিএনএন সূত্রে খবর, স্থানীয় সময় মতে বুধবার রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৫৩৪২-র সঙ্গে ধাক্কা লাগে সেনাবাহীনির একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের। সংঘর্ষের অভিঘাতে কাছের পোটোম্যাক নদীতে ভেঙে পড়ে যাত্রীবাহী বিমানটি। ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করছে প্রশাসন। তবে এখনও পর্যন্ত মৃত বা আহতের সঠিক সংখ্যা জানা যায়নি। চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভয়ংকর মুহূর্তের ভিডিও। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর শোকবার্তা, "নিহতদের আত্মা শান্তি পাক।"

প্রত্যক্ষদর্শীদের কথায়, রাতের আকাশে হঠাৎ করেই আগুনের গোলা দেখতে পান তাঁরা। শুরুর দিকে কিছু বোঝা না গেলেও সাইরেনের আওয়াজে দুর্ঘটনা একটা ঘটেছে তা তাঁরা আঁচ করেন। সিএনএনকে আরি স্কলম্যান নামের জনৈক ব্যক্তি বলেন, "আমি জর্জ ওয়াশিংটন হাইওয়ে (বিমানবন্দর লাগোয়া) ধরে যাচ্ছিলাম। প্রায় ১২০ ফুট উপরে প্লেনটিকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। সব ঠিকই ছিল। হঠাৎ বিমানটি থেকে আগুনের ফুলকি বেরোতে শুরু করে। তারপরই সেটি বেঁকে যায়। সে দৃশ্য ভয়াবহ। জানি না ক'জন প্রাণে বেঁচে ফিরবেন।"   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ওয়াশিংটনের কাছে মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে ধাক্কা মার্কিন সেনার কপ্টারের!
  • বিমানটিতে ৬০ জন যাত্রী ছিলেন বলে খবর। ফলে এই দুর্ঘটনায় হতাহতের আশঙ্কা করছে প্রশাসন।
  • ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভয়ংকর মুহূর্তের ভিডিও।  
Advertisement