shono
Advertisement
PM Modi Bhutan visit

ভুটানের জন্য উত্তর-পূর্বের দরজা খুললেন মোদি, অসমই প্রবেশ পথ?

প্রতিবেশীদের সঙ্গে সংঘাতপূর্ণ আবহে বড় সিদ্ধান্ত ভারত সরকারের।
Published By: Subhajit MandalPosted: 04:40 PM Nov 12, 2025Updated: 04:40 PM Nov 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুটানের জন্য খুলে যাচ্ছে উত্তর-পূর্ব ভারতের দরজা। দু'দিনের ভুটান সফরে থাকাকালীন অসমের হাতিসারে একটি ইমিগ্রেশন চেকপয়েন্ট অর্থাৎ অভিবাসন কেন্দ্র খোলার কথা ঘোষণা করেছে ভারত। ভুটান সরকারের তরফেও ওই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।

Advertisement

প্রতিবেশী বলয়ে সংঘাতপূর্ণ আবহ। পাকিস্তানের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধের আবহ। মহম্মদ ইউনুসের বাংলাদেশের সঙ্গেও আগের মতো সুসম্পর্ক নেই। আর 'শত্রু' চিন তো রয়েইছে। আর এক প্রতিবেশী নেপাল এখনও রাজনৈতিকভাবে সুস্থির নয়। এই পরিস্থিতিতে ক্ষুদ্র প্রতিবেশী ভুটানের সঙ্গে সম্পর্কের উন্নতিতে জোর দিচ্ছে নয়াদিল্লি। দুদিনের ভুটান সফরে প্রতিবেশী দেশের জন্য একাধিক বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভুটানের রাজা খেসের নামঘিয়াল ওয়াংচুক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দু’দিনের থিম্পু সফরের প্রথম দিনে ভারত এবং ভুটান সরকারের মধ্যে ১০২০ মেগাওয়াটের নতুন দ্বিপাক্ষিক জলবিদ্যুৎ প্রকল্পের (পুংটাসাংচু-২) উদ্বোধন হয়েছে। পাশাপাশি ভুটানকে কম সুদে ৪ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছে ভারত। এরই সঙ্গে ঘোষণা করা হয়েছে অসমের হাতিসার এলাকায় একটি ইমিগ্রেশন চেকপোস্ট তৈরি করা হবে। সেই চেকপোস্টের মাধ্যমে ভুটানের পণ্য, ব্যবসায়ী এবং পর্যটকরা অনায়াসে ভারতে আসতে পারবেন। উলটোটাও হবে। যার ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং আদানপ্রদান বৃদ্ধি পাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভুটানের জন্য খুলে যাচ্ছে উত্তর-পূর্ব ভারতের দরজা।
  • দু'দিনের ভুটান সফরে থাকাকালীন অসমের হাতিসারে একটি ইমিগ্রেশন চেকপয়েন্ট অর্থাৎ অভিবাসন কেন্দ্র খোলার কথা ঘোষণা করেছে ভারত।
  • ভুটান সরকারের তরফেও ওই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।
Advertisement