সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে আড়াই হাজারের বেশি রাজনৈতিক দল রয়েছে। ঘানার পার্লামেন্টে ভাষণ দিতে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমনটাই জানালেন। তাঁর মুখে এই তথ্য শুনে কার্যতই থ হয়ে যান সেদেশের জনপ্রতিনিধিরা। সেই সঙ্গেই মোদি ভারতকে 'গণতন্ত্রের জননী' বলে উল্লেখ করলেন এদিন।
প্রধানমন্ত্রী হিসাবে এই প্রথমবার ঘানায় গিয়েছেন মোদি। বুধবার বিকেলে তিনি আক্রার কোটোকা বিমানবন্দরে নামেন। তাঁকে স্বাগত জানিয়ে আলিঙ্গন করেন ঘানার প্রেসিডেন্ট। সেখানে গার্ড অফ অনার দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। এদিন ঘানার সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিতও হন মোদি। এরপরই তিনি পার্লামেন্টে বক্তব্য রাখতে উঠে বলেন, "ভারতে আড়াই হাজারেরও বেশি রাজনৈতিক দল রয়েছে।''
সঙ্গে সঙ্গে চারপাশ থেকে হাসি ও বিস্ময় প্রকাশের ধ্বনি ভেসে আসে। মোদি ফের বলেন, ''আমি আমার বক্তব্যের পুনরাবৃত্তি করছি। আড়াই হাজার দল।'' তাঁর মুখেও দেখা যায় হাসি। এরপর তিনি ভারতে গণতন্ত্রের অবস্থান নিয়ে কথা বলেন। তাঁকে বলতে শোনা যায়, ''প্রকৃত গণতন্ত্র আলোচনা ও বিতর্ককে উৎসাহিত করে। এটা মানুষকে ঐক্যবদ্ধ করে এবং মানবাধিকারকেই উৎসাহিত করে। আমাদের কাছে গণতন্ত্র কোনও সিস্টেম নয়, সংস্কার। আমাদের মূল্যবোধেরই অংশ।''
ভারতের বৈচিত্রের কথা বলতে গিয়ে মোদি বলেন, ''২২টি ভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজ্যে শাসক হিসেবে রয়েছে। ২২টি সরকারি ভাষা, হাজারের উপরে উপভাষা। সেই সঙ্গে এটাও বলা প্রয়োজন, ভারতে কোনও বহিরাগত এলে তাঁদের খোলা হৃদয়ে স্বাগত জানানো হয়।'' ভারতকে 'গণতন্ত্রের জননী' বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, আগামী কয়েকদিনে একগুচ্ছ দেশে যাবেন প্রধানমন্ত্রী। ঘানা থেকে শুরু হল সেই সফর। বুধবার মাহামার সঙ্গে বৈঠক করেন মোদি। ভারত-ঘানা দ্বিপাক্ষিক সম্পর্ক, আর্থিক-প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের আদানপ্রদান নিয়ে আলোচনা হয়েছে সেখানে। বৃহস্পতিবার ঘানা থেকে ত্রিনিদাদ এবং টোব্যাগোর উদ্দেশে রওনা দেবেন মোদি। শনিবার সেখান থেকে পৌঁছবেন আর্জেন্টিনায়। তারপর ব্রাজিলে আয়োজিত ব্রিকস সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সবশেষে নামিবিয়া সফরে যাবেন তিনি।
