shono
Advertisement
Pope Francis

'ভারতে আসুন', G-7 সম্মেলনে পোপ ফ্রান্সিসকে আলিঙ্গন করে আমন্ত্রণ মোদির

Published By: Sucheta SenguptaPosted: 12:18 AM Jun 15, 2024Updated: 12:38 AM Jun 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক সম্মেলন শুধু গুরুগম্ভীর বিষয় নিয়ে রাষ্ট্রের তাবড় নেতাদের আলোচনাস্থলই নয়। এ এক জনসংযোগ, সম্পর্ক উন্নতির মঞ্চও বটে। সুদূর ইটালির এক শহরে জি-৭ সম্মেলনে যোগ দিয়ে সেটাই আবারও বোঝালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃতীয়বার দেশের মসনদে বসেই তিনি উড়ে গিয়েছেন বন্ধুদেশ ইটালিতে। এবার জি-৭ সম্মেলন সেখানেই। ভারতে লোকসভা ভোটের মাঝেই মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তাঁর ডাক ফেরাননি মোদি। দক্ষিণ ইটালির বোর্গো ইনিয়াৎসিয়ায় বসেছে সম্মেলন। শুক্রবার সেখানে মোদির সঙ্গে পোপ ফ্রান্সিসের সাক্ষাৎপর্ব বিশেষভাবে ধরা পড়ল সংবাদমাধ্যমের ক্যামেরায়। ভারতের প্রধানমন্ত্রীকে দেখে করমর্দনে থামলেন না সাতাশি বছরের পোপ, তাঁকে আলিঙ্গন করলেন। আর মোদি তাঁকে জানালেন ভারতে আসার আমন্ত্রণ। আগামী বছর পোপ ভারতে আসতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার তিনদিনের সফরে ইটালি উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। খাঁটি দেশি স্টাইলে তাঁকে জোড় হাতে 'নমস্তে' জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী মেলোনি (Georgia Meloni)। শুধু মোদি-মেলোনির মধ্যেই যে নমস্তে বিনিময় হয়েছে, তা নয়। জি-৭ সম্মেলন শুরু হতে না হতেই রাষ্ট্রপ্রধানদের মধ্যে শুভেচ্ছা বিনিময় এই ভারতীয় সংস্কৃতি একেবারে ভাইরাল হয়ে গিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক থেকে ফ্রান্সের ম্যাক্রোঁ সকলেই পরস্পরকে জোড় হাতে নমস্কার করেছেন। আলোচনার মাঝেই চলেছে সংক্ষেপে দ্বিপাক্ষি আলোচনা। আর রাষ্ট্রনেতাদের শুভেচ্ছা জানাতে হুইলচেয়ারে বসেই সম্মেলন স্থলে পৌঁছে গিয়েছেন পোপ ফ্রান্সিস (Pope Francis)।

[আরও পড়ুন: জানে নেহি দেঙ্গে তুঝে! দীর্ঘদিন কোমায় খুদে বন্ধু, ‘ঘুম’ ভাঙাতে মরিয়া ‘ব়্যাঞ্চো, ফারহান’রা]

তবে সকলকে শুভেচ্ছা জানালেও নরেন্দ্র মোদির সঙ্গে পোপের সাক্ষাৎপর্ব একটু অন্য মাত্রা নিল। একে অপরকে আলিঙ্গন করলেন। মোদি তাঁকে ভারতের (India) আসার আমন্ত্রণ জানান। পরে সোশাল মিডিয়ায় পোস্ট করে পোপ ফ্রান্সিসের ভূয়সী প্রশংসা করেন মোদি। উলটোদিকে, করোনা (COVID-19) কালে গোটা বিশ্বের জন্য প্রতিষেধক তৈরির কাজে ভারতের অগ্রণী ভূমিকার কথা বলে মোদি সরকারকে কৃতিত্ব দিয়েছেন পোপ। এ বিষয়ে ভারতের অন্যতম আর্চবিশপ কুরিয়াকোসে ভারানিকুলাঙ্গারা জানিয়েছেন, ''প্রধানমন্ত্রী আর পোপের সাক্ষাৎপর্ব দেখে আমরা অত্যন্ত আনন্দিত। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাঁরা দুজন একান্তে বেশ খানিকক্ষণ কথা বলেছেন। এতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুন্দর হবে বলে আশা করছি। এমনিতে প্রধানমন্ত্রী মোদির আমাদের কাছের। আশা করব, তৃতীয়বার তিনি ভারতের খ্রিস্টান সম্প্রদায় যে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেকথা বিশ্বের দরবারে তুলে ধরবেন। তাঁর নেতৃত্বে আমরা আরও সুরক্ষিত থাকতে পারব, এই প্রার্থনা করি।''

[আরও পড়ুন: কাশ্মীরে নিহত জঙ্গির কাছে পাক সেনার স্যাটেলাইট ফোন! মিলল চাঞ্চল্যকর তথ্য]

জি-৭ সম্মেলনে (G-7 Summit) ভাষণ দিতে গিয়ে পোপ ফ্রান্সিস উল্লেখ করেন এই মুহূর্তে প্রযুক্তি সবচেয়ে আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তার (AI)। তাঁর মতে, ''কীভাবে এই প্রযুক্তিটি ব্যবহার করব, তা আমাদেরই ঠিক করতে হবে। তবেই এর খারাপ দিকটি এড়ানো যাবে, মানব সভ্যতা আরও এগোতে পারবে।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইটালিতে জি-৭ সম্মেলনের মাঝে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা নরেন্দ্র মোদির।
  • পোপকে আলিঙ্গন করে ভারতে আসার আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী।
  • আগামী বছর পোপ ভারতে আসতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।
Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার