shono
Advertisement
PM modi

সার্বিক উন্নয়নের স্বার্থে জি ২০ দেশগুলির জন্য ছয় বড় প্রস্তাব মোদির

দক্ষিণ আফ্রিকার জোহেনসবার্গে চলছে জি ২০ সম্মেলন।
Published By: Kousik SinhaPosted: 11:03 PM Nov 22, 2025Updated: 11:14 PM Nov 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বিশ্বের সব উন্নয়নশীল দেশেও রয়েছে একাধিক চ্যালেঞ্জ। সেই সব চ্যালেঞ্জের কথা মাথায় রেখেই দক্ষিণ আফ্রিকা থেকে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বের উন্নয়নযজ্ঞে সামিল হতে ছয় নতুন উদ্যোগের প্রস্তাব রাখলেন তিনি। দক্ষিণ আফ্রিকার জোহেনসবার্গে চলছে জি ২০ সম্মেলন। যেখানে অংশ নিয়েছে ভারত-সহ জি ২০ অন্তভুত দেশগুলি। সেই সম্মেলনেই এই ছয় প্রস্তাব রাখেন প্রধানমন্ত্রী মোদি। যেখানে শিক্ষা থেকে স্বাস্থ্য, সব ক্ষেত্রেই জোর দেওয়ার কথা বলেছেন ওই প্রস্তাবে।

Advertisement

ছয় প্রস্তাবের মধ্যে প্রথমেই রয়েছে 'গ্লোবাল ট্র্যাডিশনাল নলেজ রিপোজিটরি'। এছাড়া স্বাস্থ্যের উন্নয়নের জন্য 'হেলথকেয়ার রেসপন্স টিম', দক্ষ কর্মী তৈরি করতে 'স্কিল মাল্টিপ্লায়ার ইনিশিয়েটিভে'র পাশাপাশি মাদকচক্র রোধ করার কথাও বলেন মোদি। সেই সঙ্গে রয়েছে 'ওপেন স্যাটেলাইট ডেটা' ও 'ক্রিটিক্যাল মিনারেল সার্কুলারিটি'র প্রস্তাব। সম্মেলনের প্রথম পর্বেই এই সার্বিক উন্নয়ন নিয়ে কথা বলেন তিনি।

প্রথম উদ্যোগ সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "নলেজ রিপোজিটরির মাধ্যমে এমন কিছু জ্ঞান সংরক্ষিত করা হবে, যা আগামী প্রজন্মকেও সাহায্য করবে।" এই ক্ষেত্রে ভারতের যে একটা ঐতিহাসিক গুরুত্ব আছে, সে কথাও উল্লেখ করেন মোদি। আর 'স্কিল মাল্টিপ্লায়ার' উদ্যোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য, এই উদ্যোগের মাধ্যমে আগামী এক দশকে অন্তত ১০ লক্ষ প্রশিক্ষক তৈরি করা হবে। তাঁর কথায়, এই প্রশিক্ষক তৈরি করা সম্ভব হলে, তারা আগামিদিনে লক্ষ লক্ষ যুবক-যুবতীকে প্রশিক্ষণ দিতে পারবে। শুধু তাই নয়, এই উদ্যোগ সফল হলে আফ্রিকার দীর্ঘমেয়াদী উন্নয়ন সম্ভব হবে বলে মনে করেন মোদি।

এছাড়া 'হেলথকেয়ার রেসপন্স টিম' তো যে কোনও দেশের জন্য জরুরি। যে কোনও আপৎকালীন অবস্থায় কাজ করতে এমন একটি টিম থাকা প্রয়োজন বলে মনে করেন ভারতের প্রধানমন্ত্রী। এক্ষেত্রে মোদির পরামর্শ হল, জি ২০ দেশগুলি থেকে কয়েকজন মেডিক্যাল এক্সপার্ট মিলে এমন একটি টিম তৈরি করবে, যা কোনও জরুরি অবস্থা বা প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত কাজ করতে পারবে। এছাড়া আলোচনা হয়েছে মাদক-চক্র রুখতে উদ্যোগের বিষয়েও। মোদির বক্তব্য, নিরাপত্তা, অর্থ সব বিভাগকেই সেখানে সামিল করতে হবে। তবেই মাদক-চক্র আটকানো সম্ভব হবে বলে মনে করেন তিনি।

উন্নয়নশীল দেশগুলো কৃষি বা মৎস্য চাষের ক্ষেত্রে যে চ্যালেঞ্জের মুখে পড়ে, তার জন্য মহাকাশ গবেষণা সংস্থাগুলিকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন মোদি। সেই কারণে তাঁর ওপেন স্যাটেলাইট ডেটার প্রস্তাব রাখেন।  শুধু তাই নয়,  আর যে কোনও দেশের ক্ষেত্রে মাইনিং বা খনি সংক্রান্ত উদ্য়োগকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন মোদি। তিনি মনে করেন, যে কোনও দেশকেই মিনারেল সার্কুলারিটির উদ্য়োগ উন্নয়নের দিশা দেখাতে পারে। ফলে সেদিকেও বিশেষ নজর দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর। 

তিনদিনের সফরে আফ্রিকায় গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বিশ্বের সার্বিক উন্নয়নের জন্য আফ্রিকার উন্নয়ন করা খুবই জরুরি। ভারত যে সবসময় আফ্রিকার পাশে আছে, সে কথাও উল্লেখ করেন নরেন্দ্র মোদি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্বের সব উন্নয়নশীল দেশেও রয়েছে একাধিক চ্যালেঞ্জ।
  • সেই সব চ্যালেঞ্জের কথা মাথায় রেখেই দক্ষিণ আফ্রিকা থেকে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Advertisement