shono
Advertisement
Imran Khan

২ বছর পর জেলমুক্তি ইমরানের! জোর গলায় দাবি দলীয় নেতৃত্বের

১৯০ পাউন্ডের দুর্নীতির অভিযোগে জেলে বন্দি রয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।
Published By: Anwesha AdhikaryPosted: 04:38 PM Jun 09, 2025Updated: 04:38 PM Jun 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২ বছর পরে অবশেষে জেল থেকে মুক্তি পাচ্ছেন ইমরান খান! এমনটাই দাবি করলেন ইমরানের দলের এক শীর্ষ নেতা। অপারেশন সিঁদুরে ভারতের কাছে পর্যুদস্ত হওয়ার পরে প্রবল চাপে রয়েছেন পাক ফিল্ড মার্শাল আসিম মুনির। সেই চাপ আরও বাড়িয়ে পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু করেছেন ইমরানের দলের কর্মী-সমর্থকরা। এহেন পরিস্থিতিতেই জামিন পেতে পারেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী, দাবি ইমরানের দলের।

Advertisement

ঠিক কী বলেছেন পিটিআই নেতা গোহার আলি খান? তাঁর কথায়, আগামী ১১ জুন অর্থাৎ বুধবার ইমরানের জামিন মঞ্জুর হত পারে। কেবল জামিন পাওয়া নয়, জেল থেকেও ওই দিনই মুক্তি দেওয়া হতে পারে তাঁকে। উল্লেখ্য, তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেলবন্দি রয়েছেন বিশ্বকাপজয়ী পাকিস্তান অধিনায়ক। আল-কাদির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নাম করে ১৯০ পাউন্ডের দুর্নীতি করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী, এই অভিযোগেই ২০২৩ সালের আগস্ট মাস থেকে জেলে রয়েছেন ইমরান।

কিন্তু এবার সেই ভোগান্তি শেষ বলেই দাবি গোহারের। ১১ জুন ইসলামাবাদ হাই কোর্টে তোষাখানা মামলার শুনানি রয়েছে। সেই শুনানির পর জেল থেকে মুক্তি পাবেন ইমরান, এমনটাই দাবি গোহারের। প্রসঙ্গত, দিনকয়েক আগেই পিটিআইয়ের পেট্রন ইন চিফ হিসাবে নিজেকে নিযুক্ত করেছেন ইমরান। তারপর জেলের ভিতর থেকেই দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেওয়ার কথা ঘোষণা করেছেন। অপারেশন সিঁদুরের পর যেহেতু মুনির ব্যাকফুটে রয়েছেন, সেই সুযোগে মুনিরের 'চিরশত্রু' ইমরানের সমর্থকরা বিক্ষোভে শামিল হয়েছেন যেন পাক ফিল্ড মার্শাল আরও বিপাকে পড়েন। সেই চাপে পড়েই ইমরানকে মুক্তি দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৫ আগস্ট তোষাখানা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ইমরান। প্রথমে তাঁর ঠাঁই হয়েছিল পাঞ্জাব প্রদেশের অটোক জেলে। সেখান থেকে তাঁকে স্থানান্তর করা হয় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে। একাধিকবার কারাগারে তাঁর প্রাণনাশের আশঙ্কা করেছেন ইমরানের পরিবার ও সমর্থকরা। এবার কি সেই ভোগান্তি শেষ হবে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী ১১ জুন অর্থাৎ বুধবার ইমরানের জামিন মঞ্জুর হত পারে।
  • ১১ জুন ইসলামাবাদ হাই কোর্টে তোষাখানা মামলার শুনানি রয়েছে। সেই শুনানির পর জেল থেকে মুক্তি পাবেন ইমরান, এমনটাই দাবি গোহারের।
  • ২০২৩ সালের ৫ আগস্ট তোষাখানা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ইমরান। প্রথমে তাঁর ঠাঁই হয়েছিল পাঞ্জাব প্রদেশের অটোক জেলে।
Advertisement