shono
Advertisement
White House Shooting

প্রশিক্ষণ দিয়েছিল আমেরিকা, সেই ‘বিশ্বাসঘাতক’ই রক্তাক্ত করল মার্কিন মুলুক, কে এই আফগান?

আশরাফ গনি প্রশাসনের আমলে তিনি একজন আফগান যোদ্ধা ছিলেন।
Published By: Subhodeep MullickPosted: 02:47 PM Nov 27, 2025Updated: 05:09 PM Nov 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াইট হাউসের (White House Shooting) সামনে ঝরল রক্ত। ভারতীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে ‘সাদা বাড়ি’র সামনে ন্যাশনাল গার্ডদের লক্ষ্য করে পরপর গুলি চালায় এক বন্দুকবাজ। গুলির আঘাতে গুরুতর আহত হয়েছেন ওয়েস্ট ভার্জিনিয়া স্টেট ন্যাশনাল গার্ডের দুই সদস্য। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা হাসপাতালে চিকিৎসান। ইতিমধ্যেই হামলাকারীর পরিচয় প্রকাশ্যে এসেছে। তাঁর নাম রহমানউল্লাহ লাকনওয়াল। তিনি আফগানিস্তানের নাগরিক।

Advertisement

আফগানিস্তানের তালিবান সরকারের একটি সূত্রের খবর, পূর্ববর্তী প্রধানমন্ত্রী আশরফ গনি প্রশাসনের আমলে বছর উনত্রিশের রহমানউল্লাহ ০১ নম্বর ইউনিটের একজন আফগান যোদ্ধা ছিলেন। তালিবানদের বিরুদ্ধে লড়াইয়ে বিশেষ এই ইউনিটটির প্রতিষ্ঠা করেছিল মার্কিন গোয়েন্দা বিভাগ। তাদের প্রশিক্ষণের দায়িত্বে ছিল আমেরিকা। একাধিক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের ১৫ আগস্ট কাবুলের দখল নেয় তালিবান। সেই সময় আফগান নাগরিকদের উদ্ধার করে আমেরিকায় নিয়ে আসতে ‘অপারেশন অ্যালাইস ওয়েলকাম’ শুরু করেছিল জো বাইডেন প্রশাসন। তখনই মার্কিন মুলুকে পা রাখেন রহমানউল্লাহ। তারপর থেকে সেখানেই বসবাস করতেন তিনি। কিন্তু কী কারণে হঠাৎ তিনি হামলা চালালেন, তা এখনও স্পষ্ট নয়।

তবে সূত্রের খবর, বিশেষ এই ইউনিটে যাঁরা কর্মরত ছিলেন, বর্তমানে তাঁদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন মানসিক রোগে আক্রান্ত। কারও মধ্যে রয়েছে আত্মহত্যার প্রবণতা, আবার কেউ আক্রমণাত্মক স্বভাবের হয়ে উঠেছেন। রহমানউল্লাহ কি তাহলে কোনও মানসিক রোগে আক্রান্ত? উঠছে প্রশ্ন। অন্যদিকে, সেই সময়ে যাঁদের আফগানিস্তান থেকে আমেরিকায় নিয়ে আসা হয়েছিল তাঁদের পরিচয় সংক্রান্ত বিভিন্ন বিষয় পরীক্ষা করা হয়েছিল। নেওয়া হয়েছিল হাতের ছাপ। অতীতে তাঁদের মধ্যে কেউ কোনও অপরাধমূলক কাজে জড়িত ছিলেন কিনা, তা-ও খতিয়ে দেখা হয়েছিল। কিন্তু তারপরও কীভাবে এই ঘটনা ঘটল, সেটা নিয়েই উঠছে প্রশ্ন।

বৃহস্পতিবার ভোরে (ভারতীয় সময়) হোয়াইট হাউসের উত্তর-পশ্চিমে মাত্র দু’টি ব্লক দূরে ন্যাশনাল গার্ডদের লক্ষ্য করে আচমকা গুলি চালাতে শুরু করেন অভিযুক্ত রহমানউল্লাহ। গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন দুই গার্ড। পালটা গুলি চালায় বাহিনীও। তাতেই আহত হন তিনি। তারপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, গুলির আঘাতে তিনি গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দুই আহত দুই ন্যাশনাল গার্ডও। এই হামলার কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ট্রাম্প। নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশালে তিনি লেখেন, ‘এই নির্মম ঘটনায় আমি স্তম্ভিত এবং মর্মাহত। যে পশু এই ঘটনা ঘটিয়েছে তাকে কড়া মূল্য চোকাতে হবে। এই হামলার জবাবে ন্যাশনাল গার্ডও পালটা গুলি চালিয়েছে। তাতেই গুরুতর আহত হয়েছে পশুটি। সে হাসপাতালে চিকিৎসাধীন।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে ‘সাদা বাড়ি’র সামনে ন্যাশনাল গার্ডদের লক্ষ্য করে পরপর গুলি চালায় এক বন্দুকবাজ।
  • ইতিমধ্যেই হামলাকারীর পরিচয় প্রকাশ্যে এসেছে। তাঁর নাম রহমানউল্লাহ লাকনওয়াল।
  • তিনি আফগানিস্তানের নাগরিক।
Advertisement