সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। ফের আলোচনায় বসতে চাইছে পাকিস্তান ও আফগানিস্তান। এদিকে পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতকেই দায়ী করেছেন আলোচনার ব্যর্থতার জন্য। কিন্তু এর পিছনে আসল কারণ অন্য। এর পিছনে রয়েছে পাকিস্তানের মাটি ব্যবহার করে আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলা ঠেকাতে ইসলামাবাদের অসহায়ত্ব।
আফগান সূত্রের দাবি, তালিবান পাকিস্তানের বিরুদ্ধে হামলা রুখতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল, তবে শর্ত ছিল ইসলামাবাদ যেন আফগান আকাশসীমা লঙ্ঘন না করে। এবং মার্কিন ড্রোন হামলা প্রতিহত করতে সফল হয়। পাকিস্তান এই শর্ত মানতে অস্বীকার করায় আলোচনায় ভাঙন ধরে। অথচ পাকিস্তান ভারতকে দায়ী করে এই দিকটা থেকে নজর সরাতে চাইছে।
এদিকে জানা গিয়েছে, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বৃহস্পতিবারও আলোচনা হয়েছে ইস্তানবুলে। সম্প্রতি কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। তারপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চরম আকার নেয়। সমস্যা মিটিয়ে শান্তি স্থাপন করতে কাতারের রাজধানি দোহায় প্রথম দফার শান্তি আলোচনায় যোগ দিয়েছিলেন দুই দেশের প্রতিনিধিরা। কাতারের পাশাপাশি মধ্যস্থতার দায়িত্বে ছিল তুরস্কও। কাতারের বিবৃতিতে জানানো হয়, দুই দেশ সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে।
উভয়পক্ষই স্থায়ী শান্তি এবং সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু পরে জানা যায়, আদতে দু’দেশের মধ্যে কোনও রফাসূত্র মেলেনি। প্রসঙ্গত, কয়েকদিন আগেই পাক প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, যদি শান্তি আলোচনা ব্যর্থ হয়, তাহলে পাকিস্তান সরাসরি আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে যাবে। ফলে দুই দেশের মধ্যে পরিস্থিতি কোনদিকে গড়ায় সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।
