shono
Advertisement

Breaking News

Russia

যুদ্ধবিরতি বহুদূর, ইউক্রেনে ফের বড়সড় ড্রোন হামলা রাশিয়ার, মৃত অন্তত ৮

আহতের সংখ্যা বহু।
Published By: Subhodeep MullickPosted: 02:53 PM Nov 15, 2025Updated: 02:55 PM Nov 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ার আক্রমণে ফের রক্তাক্ত ইউক্রেন। শুক্রবার রাতভর ইউক্রেনের রাজধানী কিয়েভে-সহ দক্ষিণের কয়েকটি শহরে মুহুর্মুহু ড্রোন এবং মিসাইল হামলা চালায় রুশ সেনা। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সংখ্যা বহু। আদৌ কি দু’দেশের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব? এই প্রশ্নটিই এখন উঠতে শুরু করেছে। 

Advertisement

ইউক্রেনের সেনার তরফে দাবি করা হয়েছে, এদিন শয়ে শয়ে মিসাইল, ড্রোন নিয়ে রাজধানী কিয়েভ এবং দেশের দক্ষিণের কয়েকটি শহরে হামলা চালিয়েছে রাশিয়া। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। আহত হয়েছেন অসংখ্য মানুষ। বর্তমানে তাঁরা হাসপাতলে চিকিৎসাধীন। রুশ আক্রমণে ধ্বংস হয়ে গিয়েছে বহু বাড়িঘর, সরকারি ভবন এবং স্কুল। বিভিন্ন জায়গায় দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “রুশ সেনা ৪৩০টি ড্রোন এবং ১৮টি ক্ষেপণাস্ত্র নিয়ে ফের ইউক্রেনে আক্রমণে করেছে। এটি ছিল এখনও পর্যন্ত রাজধানী কিয়েভের উপর সবচেয়ে বড় হামলাগুলির মধ্যে অন্যতম।”

উল্লেখ্য, তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামাতে চেষ্টা করলেও বিশেষ সমাধানের রাস্তা বের হয়নি। দু’দেশের প্রেসিডেন্টের সঙ্গে আলাদা আলাদা বৈঠকও করেন তিনি। কিন্তু তা-ও কোনও রফাসূত্র মেলেনি। এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরির বুদাপেস্টে ফের একপ্রস্থ বৈঠকে বসার কথা ছিল ট্রাম্পের। কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, তিনি সময় নষ্ট করতে চান না। তিনি বলেন, বলেন, “আমি একটা অর্থহীন বৈঠক করতে চাই না। নিজের সময় নষ্ট করতে চাই না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাশিয়ার আক্রমণে ফের রক্তাক্ত ইউক্রেন।
  • শুক্রবার রাতভর ইউক্রেনের রাজধানী কিয়েভে-সহ দক্ষিণের কয়েকটি শহরে মুহুর্মুহু ড্রোন এবং মিসাইল হামলা চালায় রুশ সেনা।
  • ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
Advertisement