shono
Advertisement
S Jaishankar

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির ডাক ভারতের, রিয়াধের বৈঠকে শান্তির পক্ষে সওয়াল জয়শংকরের

গাজায় নিরীহ মানুষের মৃত্যু নিয়ে উদ্বিগ্ন দিল্লি, জানালেন বিদেশমন্ত্রী।
Published By: Kishore GhoshPosted: 09:35 AM Sep 10, 2024Updated: 09:39 AM Sep 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন।' বারুদের গন্ধে ভারী বাতাস। একদিকে ইউক্রেন-রাশিয়া, অন্যদিকে ইজরায়েল-হামাস যুদ্ধে টানা রক্ত ঝরছে। এই আবহে ভারত ফের শান্তির পক্ষে সওয়াল করল। সোমবার রিয়াধের বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি তুললেন। তাঁর কথায়, এই মুহূর্তে দাঁড়িয়ে গাজার পরিস্থিতিই ভারতের কাছে সর্বাপেক্ষা উদ্বেগের বিষয়।

Advertisement

সোমবার ‘গাল্ফ কোঅপারেশন কাউন্সিল’ (GCC)-এর বৈঠক ছিল রিয়াধে। যা আসলে বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সম্মেলন। ওই বৈঠকে জয়শংকর স্পষ্ট করেন, ভারত বরাবর সন্ত্রাসবাদ বিরোধী। গাজায় নিরীহ মানুষের মৃত্যু নিয়ে দিল্লি উদ্বিগ্ন এবং শোকাহত। ভারতের বিদেশমন্ত্রী বলেন, "গাজার পরিস্থিতি নিয়ে ভারতের নীতিগত অবস্থান বদলায়নি। ভারত অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি চায়।" সোমবারের বৈঠকে প্যালেস্টাইন প্রসঙ্গ দ্বি-রাষ্ট্র সমাধানের কথাও বলেন জয়শংকর। পাশাপাশি অতীতে সেদেশে ত্রাণ সরবরাহ করেছে ভারত, সেকথাও মনে করিয়ে দেন।

 

[আরও পড়ুন: ‘এক মাস তো হল, আর কতদিন?’, আর জি করে তদন্তে গিয়ে বিক্ষোভের মুখে CBI]

বর্তমান বিশ্বে কোনও দেশের পক্ষেই একক নীতি নেওয়া সম্ভব না। বিভিন্ন ধরনের নির্ভরশীলতা রয়েছে একে অপরের মধ্যে। যুদ্ধ সেই পারস্পারিক সম্পর্কে বিঘ্ন ঘটাচ্ছে, সেকথা মনে করিয়ে জয়শংকর বলেন, "এই যুদ্ধ পরিস্থিতিই স্পষ্ট করে দিয়েছে যে, স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিদ্যুৎ পরিবহণ থেকে মানবসম্পদ— সব কিছুতেই দেশগুলি একে অপরের উপর কতটা নির্ভরশীল।" উল্লেখ্য, কাজের সূত্রে জিসিসি অন্তর্ভুক্ত দেশগুলিতে ৯০ লক্ষেরও বেশি ভারতীয়ের বাস। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করায় দেশগুলিকে ধন্যবাদ জানান জয়শংকর।

 

[আরও পড়ুন: পাঠাগার ভেঙে গুদাম! বাংলাদেশে সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটেতে তাণ্ডব বিএনপি নেতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্তমান বিশ্বে কোনও দেশের পক্ষেই একক নীতি নিয়ে চলা সম্ভব না।
  • যেহেতু বিভিন্ন ধরনের নির্ভরশীলতা রয়েছে একে অপরের মধ্যে।
Advertisement