সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভায়াবহ দুর্ঘটনা সুইডেনের রাজধানী স্টকহোমে। নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে পড়ল একটি বাস। ঘটনায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। ইতিমধ্যেই ঘাতক বাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার বিকেলে স্টকহোমের টেকনিসকা হোগ্সকোলান সাবওয়ে স্টেশনের কাছে ফুটপাথে একটি বাসস্টপে বহু মানুষের ভিড় ছিল। সেই সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে ঢুকে পড়ে। বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তিন জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনার পরই সেখানে হুলস্থূল পড়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ, অ্যাম্বুল্যান্স, দমকল এবং উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, বাসটিতে কোনও যাত্রী ছিলেন না। ঘটনার পরই গ্রেপ্তার করা হয় ঘাতক গাড়ির চালককে। কিন্তু কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। চলছে তদন্ত।
পুলিশের এক মুখপাত্র বলেন, "সুইডেনে প্রায়ই এরকম ঘটনা ঘটে। আমরা ইতিমধ্যেই বাসের চালককে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছি।"
