সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে সোনার দাম আকাশ ছুঁয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সোনা বিক্রির জন্য এটাই আদর্শ সময়। তবে দোকান নির্ভর আদ্যিকালের রীতিকে বিদায় জানিয়ে সোনা বিক্রির অভিনব পদ্ধতি চালু হল চিনের সাংহাই শহরে। বিশ্বের মধ্যে প্রথমবার এই শহরে বসল 'গোল্ড এটিএম'। অভিনব এই যন্ত্রের কর্মপদ্ধতির ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই সাড়া পড়ে গিয়েছে গোটা বিশ্বে।
জানা গিয়েছে, চিনের কিংহুড গ্রুপ নামে এক সংস্থা সাংহাইয়ের একটি মলে বসিয়েছে অভিনব এই এটিএম মেশিন। যেখানে গয়না রাখলে আধুনিক প্রযুক্তির মেশিন সেটি গলিয়ে, ওজন করে, শুদ্ধতা বিচার করে বাজারদর অনুযায়ী সমপরিমাণ অর্থ সরাসরি ট্রান্সফার করছে ব্যাঙ্কে। দোকানে গিয়ে ঠকে যাওয়ার ভয় নেই এখানে। গোটা প্রক্রিয়া চলছে গ্রাহকের চোখের সামনেই। সাম্প্রতিক সময়ে সোনার দাম যেভাবে বেড়ে তার মুনাফা আদায় করতে সাংহাইয়ের মলে লাইন দিয়ে এটিএমে সোনার গয়না বিক্রি করছেন মানুষ।
তানসু ইয়েগেন নামে এক ব্যক্তি গোল্ড এটিএমের একটি ভিডিও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। সঙ্গে লিখেছেন, এই যন্ত্র আপনার সোনাকে গলিয়ে, ওজন ও দাম নির্ধারণ করে সরাসরি টাকা পাঠাচ্ছে আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টে। ভিডিও নিচে কমেন্ট করেছেন অসংখ্য মানুষ। একজন ভারতীয় লিখেছেন, 'আশা করব ভারতেও তাড়াতাড়ি দেখা যাবে এই মেশিন।' যদিও কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, 'যে সোনা বিক্রি করা হচ্ছে তা 'চোরাই মাল' কিনা তা কীভাবে পরীক্ষা করবে এই মেশিন?'
অবশ্য ভারতে এই বিক্রির জন্য গোল্ড এটিএম না থাকলেও সোনা ক্রয়ের জন্য সম্প্রতি একটি এটিএম বসেছে কর্নাটক রাজ্যে। কর্নাটকের ‘তুমকুর মার্চেন্টস ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি’র (TMCC) উদ্যোগে বসেছে এই সোনালি এটিএম। সংস্থার তরফে এর নামকরণ করা হয়েছে ‘টিএমসিসি গোল্ডসিক্কা’। যেখানে গ্রাহকরা কিনতে পারবেন ২৪ ক্যারেটের খাঁটি সোনার কয়েন। ০.৫, ১, ২, ৫ ও ১০ গ্রামের সোনার কয়েন মিলবে এই এটিএম থেকে। বাজারে সোনার বর্তমান দাম অনুযায়ী টাকা দিলেই মিলবে সোনা।
