সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে মার্কিন সীমান্তরক্ষী (বর্ডার পেট্রোল এজেন্টদের)-দের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শনিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শিকাগোতে। তবে ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে শিকাগো পুলিশ।
শনিবার লিটল ভিলেজ এলাকায় অভিবাসন সংক্রান্ত একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। সেই বিক্ষোভ দমন করতে সেখানে অভিযানে নেমেছিল বাহিনী। সেই সময় ভিড়ের মধ্যে থেকে এক যুবক মার্কিন সীমান্তরক্ষীদের লক্ষ্য করে পরপর গুলি চালায়। তারপরই অভিযুক্ত সেখান থেকে চম্পট দেন। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।
হোমল্যান্ড সিকিউরিটির তরফে জানানো হয়েছে, ওই কর্মসূচিতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। সেখানেই একটি কালো চারচাকা গাড়িতে করে অভিযুক্ত এসেছিলেন। ভিড়ের মধ্যে সীমান্তরক্ষীদের লক্ষ্য করে গুলিবৃষ্টি করে। তারপর কোনওভাবে সেখান থেকে চম্পট দেয়। এই ঘটনার পরই সেখানে হুলস্থূল পড়ে যায়। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা এলাকা। কিন্তু তল্লাশির পরও অভিযুক্তের কোনও খোঁজ পাওয়া যায়নি বলে সূত্রের খবর। কিন্তু কী কারণে এই হামলা চালানো হল, তা এখনও স্পষ্ট নয়। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের খোঁজ চলছে বলে খবর।
