shono
Advertisement
Katchatheevu

কাচ্চাতিভু ফেরত দিতে হবে ভারতকে! 'নির্বাচনী গিমিক', নয়াদিল্লিকে তোপ শ্রীলঙ্কার

১৯৭৪ সালে অবিবেচকের মতো শ্রীলঙ্কার হাতে কাচ্চাতিভু দ্বীপ তুলে দিয়েছিল কংগ্রেস, তোপ মোদির।
Posted: 05:10 PM Apr 05, 2024Updated: 08:19 AM Apr 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনে ভারতের নির্বাচন তাই এসব দাবি উঠছে। কাচ্চাতিভু দ্বীপ নিয়ে বিতর্কের আবহে প্রথমবার মুখ খুলে এই কথাই বলল শ্রীলঙ্কা (Sri Lanka)। সেদেশের মৎস্যমন্ত্রী ডগলাস দেবানন্দ বলেন, কাচ্চাতিভু দ্বীপ পুনরুদ্ধার করতে ভারত যে দাবি জানাচ্ছে সেটা একেবারেই ভিত্তিহীন।

Advertisement

সপ্তাহের গোড়া থেকেই জাতীয় রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে কাচ্চাতিভু দ্বীপ। লোকসভা ভোটের মুখে কংগ্রেসের (Congress) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দাবি করেন, ১৯৭৪ সালে অবিবেচকের মতো তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Indira Gandhi) ভারতীয় ভূখণ্ড শ্রীলঙ্কাকে উপহার দিয়েছিল। যদিও কাচ্চাতিভু-তে সেসময় কেউ বাস করতেন না, কিন্তু কৌশলগত দিক থেকে এই দ্বীপটি ভীষণ জরুরি। বিশেষত ভারতীয় মৎস্যজীবীরা বহুবার এই দ্বীপ সংলগ্ন এলাকায় মাছ ধরতে গিয়ে বিপাকে পড়েছেন।

[আরও পড়ুন: ইজরায়েলের ‘বন্ধু’ আমেরিকা, বাইডেনের ইফতারের আমন্ত্রণ ফেরালেন মুসলিমরা

এই ইতিহাস প্রকাশ্যে আসতেই উত্তাল ভারতের সোশাল মিডিয়া। হরেক প্ল্যাটফর্মের মাধ্যমে তাঁরা দাবি করেছেন, ১৯৭৪ সালের ওই চুক্তি পালটে ফেলা হোক। ভারতের হাতে তুলে দেওয়া হোক ভূখণ্ড। উল্লেখ্য, গত ২০ বছরে ৬ হাজার ১৮৪ ভারতীয় মৎস্যজীবী শ্রীলঙ্কায় আটক হয়েছেন। এই সময়ের মধ্যে ১ হাজার ১৭৫ ভারতীয় মাছ ধরার নৌকা বাজেয়াপ্ত করেছে শ্রীলঙ্কা প্রশাসন। তবে দ্বীপরাষ্ট্রের মন্ত্রীর কথায়, দুই দেশের মৎস্যজীবীদের কাচ্চাতিভু (Katchatheevu) দ্বীপে প্রবেশাধিকার রয়েছে। যদিও ১৯৭৬ সালে এই নিয়ম বন্ধ করে দেওয়া হয়।

কিন্তু লোকসভার আগে যেভাবে কাচ্চাতিভু হস্তান্তরের দাবি উঠেছে, তাতে অসন্তুষ্ট শ্রীলঙ্কার মৎস্যজীবী মহল। দেশের মধ্যেই একাধিক প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন তাঁরা। মূলত সেই চাপে পড়েই বৃহস্পতিবার এই বিষয়টি নিয়ে মুখ খোলেন মন্ত্রী দেবানন্দ। তাঁর কথায়, "এখন ভারতে নির্বাচন, তাই এমন 'অদ্ভুত' দাবি উঠতেই পারে। আমার মনে হয় নিজের স্বার্থের কথা ভেবে ভারত ওই অঞ্চলটি দখল করতে চাইছে যেন শ্রীলঙ্কার মৎস্যজীবীরা ওখানে যেতে না পারেন।" সেই সঙ্গে দেবেন্দ্র সাফ জানিয়ে দিয়েছেন, কাচ্চাতিভুকে ফের ভারতের হাতে তুলে দেওয়ার যে দাবি উঠছে তা একেবারেই ভিত্তিহীন। যদিও ভারতের তরফে সরকারিভাবে কাচ্চাতিভু ফেরত চেয়ে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি।

[আরও পড়ুন: এখনই যুদ্ধ বন্ধ করুন, নাহলে অবস্থান পালটাবে আমেরিকা, ‘বন্ধু’ নেতানিয়াহুকে হুঁশিয়ারি বাইডেনের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সপ্তাহের গোড়া থেকেই জাতীয় রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে কাচ্চাতিভু দ্বীপ।
  • এই ইতিহাস প্রকাশ্যে আসতেই উত্তাল ভারতের সোশাল মিডিয়া। হরেক প্ল্যাটফর্মের মাধ্যমে তাঁরা দাবি করেছেন, ১৯৭৪ সালের ওই চুক্তি পালটে ফেলা হোক। ভারতের হাতে তুলে দেওয়া হোক ভূখণ্ড।
  • লোকসভার আগে যেভাবে কাচ্চাতিভু হস্তান্তরের দাবি উঠেছে, তাতে অসন্তুষ্ট শ্রীলঙ্কার মৎস্যজীবী মহল।
Advertisement