সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রক্তাক্ত বালোচিস্তান। আত্মঘাতী একটি গাড়ি বিস্ফোরণে মৃত্যু হল তিন শিশু-সহ ৫ জনের। আহত হয়েছেন ৩৮জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে কর হচ্ছে। বুধবার বালুচিস্তানের খুজদার জেলায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয় পুলিশ সূত্রে খবর, এদিন সকালে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি খুজদার একটি জনবহুল অঞ্চলে দাড়িয়ে থাকা একটি স্কুল বাসে আচমকা ধাক্কা মারে। তারপরই বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। তুমুল উত্তেজনা ছাড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশের অনুমান, এর নেপথ্যে থাকতে পারে কোনও বালোচ বিদ্রোহী গোষ্ঠী।
প্রসঙ্গত, রবিবারই বালোচিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী গুলিস্তান এলাকায় পাক সেনার ক্যাম্পের সামনে একই কায়দায় বড়সড় বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃত্যু হয় ৪ জনের। আহতের সংখ্যা ১১। সেই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। এই ঘটনার দু'দিন পরই ফের রক্তাক্ত হল বালোচিস্তান। উল্লেখ্য, বালোচিস্তানকে পাকিস্তানের থেকে মুক্ত করতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে বিদ্রোহী বালোচ লিবারেশন আর্মি। তাদেরই সঙ্গী এই তেহরিক-ই-তালিবান পাকিস্তান। পাক সরকার এই সংগঠনকে জঙ্গি সংগঠনের তকমা দিয়েছে। বুধবারের এই হামলার নেপথ্যে তাদের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।