নন্দিতা রায়, নয়াদিল্লি: সোমবার স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় শিক্ষা সংক্রান্ত একটি আন্তর্জাতিক আলোচনা-সভায় যোগ দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই সভার প্রধান বিষয় ছিল শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র ব্যবহার এবং গুরুত্ব। সেখানেই শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন ‘দিল্লির দূত’ সুকান্ত।
বৈঠক শেষে তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘ব্রাতিস্লাভায় শিক্ষা সংক্রান্ত এই আলোচনা-সভায় যোগদান করতে পেরে সম্মানিত। শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি আমি সুস্পষ্টভাবে তুলে ধরেছি।’ জানা গিয়েছে, বৈঠকে সুকান্ত মূলত চারটি গুরুত্বপূর্ণ বিষয় উথ্থাপন করেছেন। প্রথমত, বহুভাষিক এবং সহজলভ্য শিক্ষা, দ্বিতীয়ত, শিক্ষায় আধুনিক প্রযুক্তির স্মার্ট সরঞ্জামের ব্যবহার, তৃতীয়ত, উচ্চশিক্ষায় উদ্ভাবন এবং চতুর্থত, ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রত্যেক শিক্ষার্থীকে দক্ষ করে তোলা। একইসঙ্গে, বিশ্বব্যাপী শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অন্তর্ভুক্তির জন্য ভারত যে সবসময়ে সহযোগীতার হাত বাড়িয়ে দেবে, সেকথাও তিনি তুলে ধরেছেন।
উল্লেখ্য, ২৪ নভেম্বর অর্থাৎ সোমবার থেকে ব্রাতিস্লাভায় অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং স্লোভাকিয়া সরকারের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এই আলোচনা সভা। চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। বিশ্বের মোট ৩৮টি দেশের প্রতিনিধিরা সেখানে যোগ দিয়েছেন বলে খবর। এই সভাতেই ভারতের প্রতিনিধিত্ব করছেন সুকান্ত।
