shono
Advertisement
Sydney Shooting

সিডনি হত্যাকাণ্ড: 'ও খুব ভালো ছেলে'! ১৫ জনকে হত্যার ঘটনা বিশ্বাসই হচ্ছে না আততায়ীর মায়ের

বন্দুক হাতে কালো পোশাকে নাভিদের গুলি চালানোর দৃশ্য এই মুহূর্তে সর্বত্র ছড়িয়ে পড়েছে।
Published By: Saurav NandiPosted: 12:59 PM Dec 15, 2025Updated: 06:17 PM Dec 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে (Sydney Shooting) নির্বিচারে গুলি করে ১৫ জনকে খুন করেছেন তাঁর স্বামী এবং ছেলে। পরে পুলিশের গুলিতে মৃত্যুও হয়েছে স্বামীর। ছেলেও ধরা পড়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে, পুলিশি প্রহরায় রয়েছেন। কিন্তু তাঁর মা এখনও বিশ্বাসই করতে পারছেন না, ছেলে এই হত্যালীলা চালিয়েছেন! তাঁর কথায়, "ও তো খুবই ভালো ছেলে। যে কোনও মা এরকমই ছেলে চাইবে সবসময়!"

Advertisement

আলোর উৎসব হানুকা উপলক্ষে রবিবার সিডনির বন্ডি সৈকতে আনন্দে মেতেছিলেন শয়ে শয়ে ইহুদিরা। সেই সময় আচমকা তাঁদের উপর হামলা চালান সাজিদ আক্রম (৫০) এবং তাঁর বছর চব্বিশের ছেলে নাভিদ। নাভিদের মা ভেরেনা পরে সংবাদমাধ্যমে জানিয়েছেন, বাবা-ছেলে সপ্তাহান্তে একসঙ্গে জার্ভিস বে-তে গিয়েছিলেন ঘুরতে। ঘটনার কয়েক ঘণ্টা আগেও ছেলের সঙ্গে মায়ের ফোনে কথাও হয়েছিল। ভেরেনার কথায়, "ছেলে বলল, ও আর ওর বাবা সাঁতার কাটতে গিয়েছিল। স্কুবা ড্রাইভিংও করেছে। এ বার খাওয়াদাওয়া করবে। তার পর ঘরে যাবে, কারণ বাইরে খুব গরম।"

বন্দুক হাতে কালো পোশাকে নাভিদের গুলি চালানোর দৃশ্য এই মুহূর্তে সর্বত্র ছড়িয়ে পড়েছে। যদিও ভেরেনার দাবি, নাভিদের কোনও বন্দুকই ছিল না। মা বলেন, "ও খুব বেশি বাইরেও বেরোয় না। তেমন বন্ধুবান্ধবও নেই। মদ-সিগারেট কিছুই খায় না। কখনও খারাপ জায়গাতেও যায়নি। শুধু কাজে যায়। কাজ শেষ হয়ে গেলে বাড়ি ফেরে। মাঝে মাঝে শরীরচর্চা করতে যায়। ব্যস, এটুকুই!"


অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, নাভিদ আগে একটি সংস্থায় রাজমিস্ত্রির কাজ করতেন। পরে সংস্থাটি উঠে যায়। অন্য দিকে, সাজিদের একটি ফলের দোকান আছে। নাভিদের এক ভাই ও এক বোনও আছেন। গত বছর পশ্চিম সিডনিতে তাঁরা একটি বাড়ি কিনেছিলেন। তার পর থেকে সেখানেই থাকছিলেন তাঁরা। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের এক জনের অপরাধের পূর্ব রেকর্ড রয়েছে। এই হামলায় তৃতীয় কেউ থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।

ইহুদিদের নিশানা করে হামলার তীব্র নিন্দা করেছেন ইজরায়েলি প্রেসিডেন্ট আইস্যাক হেরজগ। তিনি বলেছেন, ‘‘এই মুহূর্তে সিডনির ভাই-বোনেরা সন্ত্রাসবাদী হামলায় আক্রান্ত। এই নিষ্ঠুরতা মেনে নেওয়া যায় না।’’ এই হামলার তীব্র নিন্দা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-হ্যান্ডলে বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে ভারত ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে সব রকম লড়াইকে ভারত সমর্থন করে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে নির্বিচারে গুলি করে ১৫ জনকে খুন করেছেন তাঁর স্বামী এবং ছেলে।
  • পরে পুলিশের গুলিতে মৃত্যুও হয়েছে স্বামীর।
  • ছেলেও ধরা পড়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে, পুলিশি প্রহরায় রয়েছেন।
Advertisement