shono
Advertisement
Afghanistan

এবার ঘরে ফিরুন, দেশত্যাগী হিন্দু-শিখদের আফগানিস্তানে ফেরার আহ্বান তালিবান মন্ত্রীর

হিন্দু ও শিখদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি তালিবান মন্ত্রীর।
Published By: Kishore GhoshPosted: 03:58 PM Nov 22, 2025Updated: 07:03 PM Nov 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানের তালিবান সরকারের বাণিজ্যমন্ত্রী নুরউদ্দিন আজিজি ভারত সফরের মধ্যেই বড় ঘোষণা করল নয়াদিল্লি। উভয় দেশের মধ্যে বাণিজ্যিক উড়ান চলাচলের কথা জানানো হল শুক্রবার। পাশাপাশি আফগানিস্তান থেকে যে হিন্দু ও শিখ ধর্মাবলম্বীরা বিগত কয়েক দশকে ভারত-সহ পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন, তাঁদের ঘরে (দেশে) ফেরার আহ্বান জানালেন তালিবান মন্ত্রী আজিজি।

Advertisement

শুক্রবার ভারতের বিদেশ বিষয়ক যুগ্মসচিব (পাকিস্তান, আফগানিস্তান এবং ইরান) আনন্দ প্রকাশ বলেন, "আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কাবুল-দিল্লি সেক্টর এবং কাবুল-অমৃতসর রুটে মালবাহী বিমান করিডোর সক্রিয় করা হয়েছে। খুব শীঘ্রই এই সেক্টরগুলিতে কার্গো উড়ান চলাচল শুরু হবে।"

বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রী এবং বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তালিবান বাণিজ্যমন্ত্রী। ওই বৈঠকের পর আনন্দ প্রকাশ বলেন, "উভয়পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্যে সহযোগিতা, তদারকি এবং সমর্থনের জন্য একে অপরের দূতাবাসে একজন বাণিজ্য আধিকারিকের নিয়োগে সম্মত হয়েছে।"

উল্লেখ্য, দুই দশক দীর্ঘ গৃহযুদ্ধের পর ২০২১ সালে পূর্ববর্তী প্রজাতন্ত্রী সরকারকে উৎখাত করে ক্ষমতায় এসেছে বর্তমান তালিবান সরকার। ভারত এখনও পর্যন্ত আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি বর্তমান সরকারকে। তবে কাবুলের দূতাবাস পুনরায় চালু করেছে দিল্লি। অন্যদিকে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কি গত মাসে ভারত সফর করেছেন, যা তার সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথম মন্ত্রী পর্যায়ের সফর।

সেই সফরে মুত্তাকি বার্তা দেন, আফগানিস্তান থেকে যে হিন্দু ও শিখ ধর্মাবলম্বীরা বিগত কয়েক দশকে ভারত-সহ পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন, তাঁরা দেশে ফিরে আসুন। তিনি কথা দেন, এই হিন্দু ও শিখরা আফগানিস্তানে ফিরলে তাঁদের পুরোনো সম্পত্তি ফিরে পেতে এবং পুরনো ব্যবসা বা পেশা ফিরে পেতে সাহায্য করবে সরকার। শুক্রবার একই বার্তা দিলেন আফগানিস্তানের বাণিজ্যমন্ত্রী নুরউদ্দিন আজিজিও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রী এবং বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তালিবান বাণিজ্যমন্ত্রী।
  • দুই দশক দীর্ঘ গৃহযুদ্ধের পর ২০২১ সালে পূর্ববর্তী প্রজাতন্ত্রী সরকারকে উৎখাত করে ক্ষমতায় এসেছে বর্তমান তালিবান সরকার।
Advertisement