সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে চলা সীমান্ত সমস্যার স্থায়ী সমাধান খোঁজার জন্য সম্প্রতি আলোচনায় বসে দুই দেশ। তুরস্কে দ্বিতীয় দফার আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানা গিয়েছে। সেই আবহেই এবার নতুন ভিডিও প্রকাশ করেছে তালিবান। ইসলামিক স্টেটের সঙ্গে লস্করের যোগসাজশের প্রমাণ দিয়েছে তালিবান। পাকিস্তান থেকে আফগানিস্তানে অনুপ্রবেশ করা ওই আইসিস জঙ্গির ভিডিও রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
এই ভিডিওতে ধৃত জঙ্গি যা বলেছে তার থেকে পরিষ্কার লস্করের সঙ্গে মিলে কাজ করছে ইসলামিক স্টেট। ভিডিওতে বলা হয়েছে, পাক-আফগান সীমান্তে জঙ্গি নিয়োগ চালাচ্ছে লস্কর-ই-তৈবা। পাশাপাশি, সন্ত্রাসবাদের প্রশিক্ষণ এবং সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের পথগুলির সম্পর্কেও জানিয়েছে সে।
তালিবান গুপ্তচর সংস্থার সঙ্গে যুক্ত একটি ইউটিউব চ্যানেলে এই ভিডিও প্রকাশ করা হয়েছে। মোহমান্দ এজেন্সির প্লারমান গ্রামের বাসিন্দা, পাক নাগরিক সাইদুল্লাহ এই ভিডিওতে জানিয়েছেন, কীভাবে তাঁকে জঙ্গি সংগঠনে যুক্ত করা হয়েছিল। কীভাবে তাঁকে প্রশিক্ষণ দিয়ে আইএসআইএস-এর হয়ে জঙ্গি কার্যকলাপের জন্য আফগানিস্তানে পাঠানো হয়। সাইদুল্লাহ বলেন, 'পেশোয়ারে তাবলিঘি কেন্দ্রের কাছে একটি মাদ্রাসায় পড়াশুনা করছিলাম। লস্করের সঙ্গে যুক্ত ছিল সেই মাদ্রাসা।'
ভিডিওতে ওই জঙ্গি জানিয়েছে, কোয়েটার কাছে এক পাহাড়ি অঞ্চলে তাঁর অস্ত্র প্রশিক্ষণ হয়। সেই সময়ে ওসামা নামের একজন তাঁকে জঙ্গি আদর্শের পাঠ দেয়। জানা গিয়েছে, প্রশিক্ষণ শেষে ভুয়ো আফগান নথি তৈরি করে তাঁকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হয় আইএসআইএস-এর হয়ে কাজ করার জন্য।
ধৃত জঙ্গি জানিয়েছে, 'তোরখামের পথে সীমান্ত পেরিয়ে আমি জালালাবাদে পৌছাই। সেখানে আমায় মুখোশ পরা কয়েকজনের হাতে তুলে দেওয়া হয়।' ধৃত জঙ্গি জানিয়েছে, প্রায় ২০ জন বিদেশি জঙ্গির সঙ্গে আফগানিস্তানের অভ্যন্তরে কাজ করেছে সে। এই ভিডিওতেই দুঃখ প্রকাশ করে তালিবানের প্রতি আনুগত্যের কথা জানিয়েছে ওই ধৃত জঙ্গি।
মঙ্গলবার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরেই আফগানিস্তানকে ফের হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফ। তিনি বলেন, "তালিবানকে শেষ করতে আমাদের পূর্ণ সামরিক শক্তি প্রয়োগের দরকার নেই।" প্রসঙ্গত, কয়েকদিন আগেই পাক প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, যদি শান্তি আলোচনা ব্যর্থ হয়, তাহলে পাকিস্তান সরাসরি আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে যাবে।
