সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন লেখিকা ই জিন ক্যারল। ওই ঘটনায় মামলা চলছে একটি মার্কিন আদালতে। বুধবার শুনানিতে নিজে উপস্থিত না থাকলেও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের আইনজীবীরা প্রভাবশালী মক্কেলের ভিডিও সাক্ষ্য দেন। ওই ভিডিওতে লেখিকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। বলেন, “এটি একটি হাস্যকর এবং জঘন্য গল্প।”
৭৯ বছরের ক্যারলের দাবি করেছিলেন, নব্বই দশকের মাঝামাঝি ম্যানহাটনের একটি শপিং মলে তাঁকে যৌন নির্যাতন করেছিলেন ট্রাম্প। অভিযোগ, ওই শপিং মলের ট্রায়াল রুমে ক্যারলকে ধর্ষণ করেছিলেন তিনি। ক্যারলের আইনজীবীর দাবি করেছেন, তাঁর মক্কেল বাধা দেওয়ার চেষ্টা করলেও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের শারীরিক শক্তির কাছে পেরে ওঠেননি। এদিন শুনানিতে ট্রাম্প দাবি করেছেন, “এমন কিছু ঘটেনি।” লেখিকার আইনজীবীর দাখিল করা তথ্য প্রমাণ নিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য, “এগুলি বানানো”। যদিও সাক্ষ্য দিতে গিয়ে লেখিকা জানিয়েছেন, ট্রায়াল রুমে জবরদস্তি করেন ট্রাম্প। তাঁকে দেওয়ালে চেপে ধরেন। যোনিতে আঙুল ঢোকান। এরপর পুরুষাঙ্গ প্রবেশ করান। সব মিলিয়ে বুধবারের শুনানিতেও মামলার নিষ্পত্তি হয়নি।