সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইমরান খান কি খুন হয়েছেন? বুধবার এই গুঞ্জন জোরালো হয়ে ওঠে। জল্পনা উড়িয়ে বিবৃতি প্রকাশ করে আদিয়ালা জেল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন। এই পরিস্থিতিতে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বোন আলিমা খান। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানালেন, ''ওঁর মাথার একটা চুলও স্পর্শ করতে পারবে না ওরা।''
আলিমা জানিয়েছেন, তাঁর দাদা অন্তত ৬ সপ্তাহ ধরে একেবারে আলাদা একটা সেলে রয়েছে। দেখা করতে দেওয়া হচ্ছে না কারও সঙ্গে। এই বিষয়ে ক্ষোভ উগরে দিয়ে আলিমা জানাচ্ছেন, ''সব দিক থেকেই আদালত অবমাননা করা হচ্ছে। বিচার ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ভালো বিচারক আছেন, কিন্তু তাঁদের স্বায়ত্তশাসন কেড়ে নেওয়া হয়েছে।''
দাদাকে নিয়ে উদ্বেগ অবশ্য বাড়ছে তাঁর। বলছেন, ''তিন থেকে চার সপ্তাহ আগে যখন ওঁকে দেখেছি, চমৎকার স্বাস্থ্য ছিল। ফলে ওরা দাবি করতে পারবেন না বয়সজনিত কারণে বা অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে। সমস্যাটা হল, কী করে ওঁর এখনকার স্বাস্থ্য সম্পর্কে আমরা পুরোপুরি নিশ্চিত হব? তিন সপ্তাহ হয়ে গেল আমরা ওঁর সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি। কেউই পৌঁছতে পারছে না। কী করে নিশ্চিত হব উনি ভালো আছেন!'' তবে সেই সঙ্গেই তাঁর হুঙ্কার, ''পাকিস্তানজুড়ে বিরাট ক্রোধ রয়েছে। যদি ওঁর কিছু হয়ে যায়, আপনাদের কি মনে হয় লোকেরা ওদের ছেড়ে দেবে?''
এদিকে ইমরানের মৃত্যুসংবাদকে ‘ভিত্তিহীন’ বলা হয়েছে আদিয়ালা জেলের তরফে। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর রাখা হচ্ছে বলেও দাবি করা হয়েছে। ইমরানকে আদিয়ালা জেল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সংবাদকেও খণ্ডন করা হয়েছে। জেল কর্তৃপক্ষ বলেছে, “আদিয়ালা জেল থেকে ইমরানকে সরিয়ে নিয়ে যাওয়ার খবর সত্যি নয়।” আরও বলা হয়, “তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন এবং প্রয়োজনীয় সমস্ত ধরনের চিকিৎসা পাচ্ছেন।” জেলে ইমরান বহাল তবিয়তে আছেন বলে দাবি পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফেরও। কিন্তু এরপরও বিতর্ক ঘনাচ্ছে।
