সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ সংঘাতের পর অবশেষে বাণিজ্য চুক্তির পথে ভারত-আমেরিকা! এবার তেমনই ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, বাণিজ্য চুক্তির খুব কাছে পৌঁছে গিয়েছে দুই দেশ। সবকিছু ঠিকঠাক থাকলে ভারতের উপর থেকে শুল্ক প্রত্যাহার করে নেওয়া হবে।
সার্জিও গোরেকে ভারতের নয়া রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে আমেরিকা। সোমবার ওভাল অফিসে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ''আমরা ভারতের সঙ্গে একটি চুক্তি করতে চলেছি। যা আগের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হতে চলেছে। এই মুহূর্তে ওরা আমাদের ভালোবাসে না ঠিকই, তবে ওরা আবার আমাদের ভালোবাসবে।" ট্রাম্প আরও বলেন, "আমাদের আগের চুক্তিটি অন্যায্য ছিল। এবার আমরা একটি ন্যায্য চুক্তি করছি।" এরপর মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্টের দিকে তাকিয়ে ট্রাম্প বলেন, "স্কট আমার মনে হয় আমরা এমন একটি চুক্তি করার খুব কাছাকাছি পৌঁছে গেছি যা সবার জন্য ভালো হবে, তাই না?''
শুধু তাই নয়, ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, "রাশিয়ার থেকে তেল কেনার কারণে এই মুহূর্তে ভারতের উপর অনেক বেশি চাপানো হয়েছে। তবে আমাদের আবেদন মেনে ওরা রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। ফলে আমরাও শুল্ক কমাতে চলেছি। এক পর্যায়ে, আমরা বাড়তি শুল্ক কমিয়ে আনব।"
উল্লেখ্য, গত ৫ নভেম্বর বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছিলেন ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা অনেকদূর অগ্রসর হয়েছে। যদিও সেখানে কিছু সংবেদনশীল এবং গুরুতর বিষয় রয়েছে যা নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। তাই এই সমস্ত বিষয়ে আলোচনা কিছুটা সময়সাপেক্ষ। তবে আলোচনা যে খুব ভালোভাবে এগোচ্ছে সেকথাও জানান গোয়েল। বাণিজ্য ইস্যুতে দীর্ঘ সংঘাতের পর অবশেষে বাণিজ্য চুক্তি ও শুল্ক কমানোর বিষয়ে সদর্থক বার্তা এল ট্রাম্পের তরফেও।
