বছরের শুরুতেই ফের মার্কিন শুল্কবাণ আছড়ে পড়ল ভারতের উপর। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের সঙ্গে যেসমস্ত দেশ বাণিজ্য করছে তাদের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে। সেই তালিকায় রয়েছে ভারতের নামও। গত অর্থবর্ষে ইরানের সঙ্গে অন্তত ১৪ হাজার কোটি টাকার ব্যবসা করেছে ভারত।
আয়াতোল্লা খামেনেই প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইরানের আমজনতা। প্রথম থেকেই প্রতিবাদীদের পাশে থাকার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রয়োজনে ইরানের উপর হামলা চালানোর পরিকল্পনাও রয়েছে ট্রাম্পের। এহেন পরিস্থিতিতে ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলির উপর 'আক্রমণ' শানালেন তিনি। সোমবার নিজস্ব সোশাল মিডিয়া ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, 'ইরানের সঙ্গে যেসমস দেশ বাণিজ্য করছে, তারা আমেরিকার সঙ্গে বাণিজ্য করতে গেলে বাড়তি ২৫ শতাংশ শুল্ক গুণবে। এই নির্দেশ এখন থেকেই কার্যকারী।'
ইরানের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য করে চিন। তবে তেহরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে ভারতেরও। তেহরানের ভারতীয় দূতাবাস থেকে পাওয়া তথ্য বলছে, গত অর্থবর্ষে অর্থাৎ ২০২৪-২০২৫ সালে ১২০ কোটি ডলারের পণ্য ইরানে রপ্তানি করেছে ভারত। অন্যদিকে আমদানির পরিমাণ ৪৪ কোটি ডলার। অর্থাৎ সবমিলিয়ে ১৬৪ কোটি ডলারের বাণিজ্য হয়েছে দুই দেশের মধ্যে। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা অন্তত ১৪ হাজার কোটি টাকার। মূলত রাসায়নিক, ফল, বাদাম, তেল, জ্বালানির মতো পণ্যগুলি রয়েছে ভারত-ইরান বাণিজ্যের তালিকায়।
যেহেতু ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলির উপর শুল্ক চাপিয়েছেন ট্রাম্প, ফলে করের বোঝা চাপবে ভারতের উপরেও। গত বছর রাশিয়া থেকে তেল কেনার 'অপরাধে' ভারতের উপর ২৫ শতাংশ বাড়তি শুল্ক বসিয়েছিলেন ট্রাম্প। ফলে ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্কের পরিমাণ ৫০ শতাংশে পৌঁছে যায়। এবার ইরানের সঙ্গে বাণিজ্য করার জেরে আরও ২৫ শতাংশ মার্কিন শুল্ক চাপল ভারতের উপর, অর্থাৎ মোট শুল্কের পরিমাণ ৭৫ শতাংশ।
