shono
Advertisement

Breaking News

প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না ‘অযোগ্য’ ট্রাম্প! নজিরবিহীন রায় আমেরিকায়

কলোরাডো সুপ্রিম কোর্টের রায়ে প্রবল অস্বস্তিতে বিতর্কিত রিপাবলিকান নেতা।
Posted: 09:04 AM Dec 20, 2023Updated: 09:07 AM Dec 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে (US President Election 2024) লড়তে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার কলোরাডো সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ট্রাম্প নির্বাচনে লড়ার অযোগ্য। ২০২১ সালে ক্যাপিটলে তাঁর সমর্থকরা যে হামলা করেছিল, তাতে ট্রাম্পের উসকানির অভিযোগের জেরেই এই রায় দিল আদালত। এই ঘটনাকে মার্কিন ইতিহাসের নজিরবিহীন ঘটনা বলেই জানাচ্ছে ওয়াকিবহাল মহল।

Advertisement

জানা গিয়েছে, এদিন ট্রাম্পকে (Donald Trump) নির্বাচনে লড়ার অযোগ্য হিসেবে ঘোষণার ক্ষেত্রে রায়ের পক্ষে ভোট ছিল ৪-৩। মার্কিন সংবিধানে রয়েছে, যাঁরা বিদ্রোহের সঙ্গে জড়িত, তাঁদের কোনও পদে রাখা যাবে না। যদিও এই বিধান খুব কমই ব্যবহৃত হয়। কিন্তু সেই রায়ই ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার সম্ভাবনায় জল ঢেলে দিল।

[আরও পড়ুন: মোদি-মমতার বৈঠকের দিন বিধায়কদের নিয়ে শুভেন্দুর কর্মসূচিতে ‘নারাজ’ সুকান্ত! প্রকাশ্যে অন্তর্কলহ]

আগামী বছর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। বাইডেন মসনদে ফিরবেন নাকি রিপাবলিকান নেতাদের কেউ মার্কিন মসনদে বসবেন তা নিয়ে হাজারও জল্পনা। সম্প্রতি ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের এক সমীক্ষা দাবি করেছিল, বাইডেনকে হারিয়ে ফের প্রেসিডেন্ট হতে চলেছেন ট্রাম্প। প্রতিদ্বন্দ্বীর থেকে ৪ শতাংশ এগিয়ে রয়েছেন তিনি। ন্য রিপাবলিকান নেতাদেরও পিছনে ফেলে শীর্ষে রয়েছেন বিতর্কিত রাজনীতিক। এই সমীক্ষার পর থেকেই জল্পনা জোরালো হয়েছে, শেষপর্যন্ত কি তাহলে ট্রাম্পই ফিরছেন? কিন্তু সেই সব জল্পনার ইতি ঘটাল মার্কিন সুপ্রিম কোর্টের রায়।

২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন সংসদে হামলা চালিয়েছিল সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। আসলে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নিতে পারেননি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। বারবার নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছিলেন। তাঁর সেই উসকানির জেরে পথে নামের হাজার-হাজার ট্রাম্প সমর্থক। যারা রীতিমতো তাণ্ডব চালায়। ক্যাপিটল আক্রমণ করে। অতীতের সেই কলঙ্কজনক অধ্যায়ই ট্রাম্পের ভবিষ্যতের জন্য যতিচিহ্ন তৈরি করল।

[আরও পড়ুন: ‘স্বামী নির্যাতন করলেও সেটা ধর্ষণ’, পর্যবেক্ষণ গুজরাট হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement