shono
Advertisement
Bangladesh

এবার ঢাকা-করাচি সরাসরি বিমান পরিষেবা! বাংলাদেশকে বাগে আনতে কৌশলী পাকিস্তান

গত বছর জানুয়ারি মাসের শুরু থেকেই এই বিষয়ে আলচনা শুরু হয় দুই দেশের মধ্যে।
Published By: Anustup Roy BarmanPosted: 04:53 PM Jan 02, 2026Updated: 06:32 PM Jan 02, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই ক্রমশ সম্পর্ক ভাল হচ্ছে পাকিস্তানের সঙ্গে। এই ঘটনা ভারতের মাথা ব্যথার কারণ হয়েছে দাঁড়িয়েছে। এর মাঝেই, জানা গেল, বাংলাদেশ থেকে পাকিস্তান পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা চালুর অনুমতি দিয়েছে পাক প্রশাসন। এবার বিমান বাংলাদেশ ঢাকা থেকে সরাসরি করাচি পর্যন্ত পরিষেবা দেবে।

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার এই অনুমতি দেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে আগামি ৩০ মার্চ পর্যন্ত এই বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সূত্রের জানা গিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই বিমানের সময়সূচী এবং পরিচালনার অন্যান্য বিস্তারিত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পাকিস্তান অসামরিক বিমান চলাচলের নিয়ম অনুসারে নিজেদের বিমান পরিচালনা করবে বিমান বাংলাদেশ।

গত বছর জানুয়ারি মাসের শুরু থেকেই এই বিষয়ে আলচনা শুরু হয় দুই দেশের মধ্যে। গত জানুয়ারি মাসে, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মহম্মদ ইকবাল হুসেন বলেন, দু'দেশের সম্পর্ককে আরও মজবুত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রেও পাকিস্তানকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান হাইকমিশনার হুসেন।

এর আগে দুই দেশের মধ্যে জলপথে সরাসরি যোগাযোগ শুরু হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে একটি মালবাহী জাহাজ পাকিস্তান পৌঁছায়। গত আগস্টে, দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি স্বাক্ষর হয়। এর মধ্যে রয়েছে, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়, বাণিজ্য সহযোগিতা, মিডিয়া সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশ থেকে পাকিস্তান পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা।
  • অনুমতি দিয়েছে পাক প্রশাসন।
  • বাংলাদেশ ঢাকা থেকে সরাসরি করাচি পর্যন্ত পরিষেবা দেবে।
Advertisement