shono
Advertisement
Pakistan

'পাকিস্তানে অস্ত্রবোঝাই বিমান পাঠাইনি', 'ভুয়ো খবর' ছড়াতেই সরব তুরস্ক

অসমর্থিত সূত্র মারফত ওই বিমানগুলির বেশ কিছু ছবিও ভাইরাল হয় নেটদুনিয়ায়।
Published By: Anwesha AdhikaryPosted: 05:10 PM Apr 30, 2025Updated: 05:10 PM Apr 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে অস্ত্রবোঝাই বিমান পাঠানোর খবর ভুল বলে জানাল তুরস্ক। সেদেশের ডিরেক্টরেট অফ কমিউনিকেশনস সেন্টার ফর কাউন্টারিং ডিসইনফর্মেশনের তরফে বলা হয়, পাকিস্তানে মোটেও অস্ত্রবোঝাই বিমান পাঠানো হয়নি। আসলে জ্বালানি সংগ্রহ করতেই পাকিস্তানে নেমেছিল বিমানগুলি।

Advertisement

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নারকীয় হত্যাকাণ্ড চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। ধর্ম জিজ্ঞাসা করে বেছে বেছে খুন করা হয় ২৫ জন পর্যটক ও এক স্থানীয় নাগরিককে। প্রাথমিক তদন্তে এই হামলায় প্রকাশ্যে এসেছে পাক যোগের তত্ত্ব। এহেন পরিস্থিতিতে গত ২৭ এপ্রিল খবর ছড়ায়, পাক বিমানবন্দরে নেমে পড়েছে তুরস্কের হারকিউলিস বিমান। সবমিলিয়ে অন্তত সাতটি অস্ত্রবোঝাই বিমান এসেছে পাকিস্তানে। অসমর্থিত সূত্র মারফত ওই বিমানগুলির বেশ কিছু ছবিও ভাইরাল হয় নেটদুনিয়ায়।

সূত্র মারফত খবর ছড়ায়, অস্ত্র বোঝাই সাতটি তুর্কি হারকিউলিস বিমান পৌঁছে গিয়েছে করাচির বিমানবন্দরে। কিন্তু বিমানের ভিতরে ঠিক কী রয়েছে, সেই নিয়ে মুখ খুলতে নারাজ পাকিস্তান-তুরস্ক দু’পক্ষই। তবে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনুমান, কামিকাজে ড্রোন থাকতে পারে এই হারকিউলিস বিমানে। প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পরে পাকিস্তানে পৌঁছে গিয়েছে চিনের শক্তিশালী পিএল-১৫ মিসাইল। চিনের পিপলস লিবারেশন আর্মি যে মিসাইল ব্যবহার করে, সেগুলিই পাঠানো হয়েছে পাকিস্তানে। পাক বায়ুসেনার জেএফ-১৭ ফাইটার জেটের মাধ্যমে যেন এই মিসাইল ছোড়া যায়, তার প্রস্তুতিও চলছে।

তবে তুরস্কের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তারা পাকিস্তানে মোটেই অস্ত্র পাঠায়নি। তুর্কি বিবৃতিতে বলা হয়, বেশ কিছু সংবাদমাধ্যমে খবর ছড়াচ্ছে যে পাকিস্তানে নাকি অস্ত্রসমেত বিমান পাঠিয়েছে তুরস্ক। কিন্তু এটা ভুল। বিমানগুলি জ্বালানি সংগ্রহের জন্য পাকিস্তানে নেমেছিল। জ্বালানি নেওয়ার পরে ফের নিজেদের গন্তব্যে উড়ে গিয়েছে বিমানগুলি। তুরস্কের তরফে বলা হয়েছে, সংবাদমাধ্যমগুলি যেন ভুয়ো সূত্রের খবরে কান না দেয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নারকীয় হত্যাকাণ্ড চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। ধর্ম জিজ্ঞাসা করে বেছে বেছে খুন করা হয় ২৫ জন পর্যটক ও এক স্থানীয় নাগরিককে।
  • সূত্র মারফত খবর ছড়ায়, অস্ত্র বোঝাই সাতটি তুর্কি হারকিউলিস বিমান পৌঁছে গিয়েছে করাচির বিমানবন্দরে।
  • তুরস্কের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তারা পাকিস্তানে মোটেই অস্ত্র পাঠায়নি।
Advertisement