shono
Advertisement

Breaking News

UK

ট্রাম্পের নীতি ব্রিটেনেও! অবৈধ অভিবাসীদের খুঁজতে তল্লাশি ভারতীয় রেস্তরাঁগুলিতে, গ্রেপ্তার বহু

১৯০০০ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি, ব্রিটেনের লেবার সরকারের।
Published By: Amit Kumar DasPosted: 11:44 AM Feb 11, 2025Updated: 01:23 PM Feb 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবৈধ অভিবাসীদের দেশছাড়া করতে এবার আমেরিকার পথে হাঁটল ব্রিটেনও! লেবার পার্টির সরকারের দেশজুড়ে তল্লাশি অভিযান চালিয়ে গ্রেপ্তার ও স্বদেশে ফেরত পাঠানো হয়েছে প্রায় ১৯ হাজার অবৈধ অভিবাসীকে। গত কয়েকদিন ধরে বেছে বেছে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ভারতীয় রেস্তরাঁ ও গাড়ি পরিষ্কারের দোকানগুলিতে। উত্তর ইংল্যান্ডের এক রেস্তরাঁয় অভিযান চালিয়ে অবৈধ অভিবাসী সন্দেহে ৭ জনকে গ্রেপ্তার ও ৪ জনকে আটক করা হয়েছে।

Advertisement

কিয়ের স্টার্মারের লেবার সরকার ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসীদের দেশছাড়া করতে উঠেপড়ে লেগেছে। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইউভেট কুপার বলেন, তাদের সরকার ক্ষমতায় আসার পর এখনও পর্যন্ত ১৯০০০ জন অবৈধ অভিবাসীকে তাঁদের দেশের ফেরত পাঠানো হয়েছে। গত জানুয়ারি মাসে ৮২৮টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে ৬০৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বছরের জানুয়ারি মাসের তুলনায় এই সংখ্যাটা ৭৩ শতাংশ বেশি।

এদিকে ব্যাপকভাবে ভারতীয় রেস্তরাঁ, দোকান, স্টোরগুলিতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইউভেট কুপার বলেন, উত্তর ইং‌ল্যান্ডের হামবারসাইড অঞ্চলে অবস্থিত ভারতীয় রেস্তরাঁ থেকেই সাত জনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে চার জনকে। এ প্রসঙ্গে কুপার বলেন, "দেশের অভিবাসন আইন সকলের মেনে চলা উচিত।" একইসঙ্গে আগের সরকারকে নিশানায় নিয়ে তাঁর অভিযোগ, "বহুদিন ধরে নিয়োগকারীরা অবৈধভাবে শ্রমিক নিয়োগ করে তাঁদের শোষণ করেছে। সব দেখেও এতদিন এই বিষয়ে কোনও পদক্ষেপ করা হয়নি।"

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্রিটিশ পার্লামেন্টে নয়া বিলও পেশ করতে চলেছে সরকার। যেখানে সীমান্ত সুরক্ষা, কাউকে আশ্রয় দেওয়া, এবং অবৈধ অভিবাসীদের তাড়াতে একাধিক প্রস্তাব রাখা হয়েছে এই বিলে। ব্রিটিশ সাংসদদের দাবি, এই আইন বিট্রেনের মাটিতে সক্রিয় থাকা অপরাধী সংগঠনগুলিকে শেষ করতে সাহায্য করবে। নয়া আইনে কেউ যদি অবৈধ অভিবাসীকে চাকরি দেন সেক্ষেত্রে তাদের ৬০ হাজার পাউন্ড জরিমানা দিতে হবে। এখনও পর্যন্ত এভাবে চাকরি দেওয়া অন্তত হাজার জন সংস্থাকে নোটিস ধরানো হয়েছে। গত বছরের জুলাই মাসে নির্বাচনের পর থেকে এখনও পর্যন্ত ১৬,৪০০ জন অবৈধ অভিবাসীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবৈধ অভিবাসীদের দেশছাড়া করতে এবার আমেরিকার পথে হাঁটল ব্রিটেনও!
  • লেবার পার্টির সরকারের দেশজুড়ে তল্লাশি অভিযান চালিয়ে গ্রেপ্তার ও স্বদেশে ফেরত পাঠানো হয়েছে প্রায় ১৯ হাজার অবৈধ অভিবাসীকে।
  • গত কয়েকদিন ধরে বেছে বেছে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ভারতীয় রেস্তরাঁ ও গাড়ি পরিষ্কারের দোকানগুলিতে।
Advertisement