সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবৈধ অভিবাসীদের দেশছাড়া করতে কার্যত আমেরিকার পথেই হেঁটেছে ব্রিটেন! লেবার পার্টির সরকারের দেশজুড়ে তল্লাশি অভিযানে গ্রেপ্তার ও স্বদেশে ফেরত পাঠানো হয়েছে প্রায় ২০ হাজার অবৈধ অভিবাসীকে। একাধিক বিলও পাশ হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে। এই পরিস্থিতিতে অবৈধ অভিবাসীদের নিয়ে আরও কড়া কিয়ের স্টারমারের সরকার। গ্রেপ্তারির আগেই এবার অবৈধ অভিবাসীদের কাছ থেকে বাজেয়াপ্ত করা যাবে মোবাইল এবং সিম কার্ড। সম্প্রতি এমনই নিয়ম এনেছে ব্রিটেনের স্বরাষ্ট্র দপ্তর।
কেন এই নিয়ম আনল ব্রিটেন সরকার? তাঁদের যুক্তি, দেশে অবৈধ অভিবাসীদের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানব পাচারকারীদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। মানব পাচারচক্রের সঙ্গে যারা যুক্ত, তাদের খুঁজে বের করতেই কড়া এই নিয়ম আনা হয়েছে বলে খবর। এর ফলে অপরাধীদের গ্রেপ্তার করা আরও সহজ হবে বলে মনে করছেন সরকারি আধিকারিকরা।
সাম্প্রতিক অতীতে ইংলিশ চ্যানেল পার করে প্রায় ৫০ হাজার শরণার্থী লন্ডনে পা রেখেছেন, যাঁর মধ্যে প্রায় সাড়ে ২৭ হাজার গত বছরেই। অবৈধভাবে তাঁদের ইংলিশ চ্যানেল পারে সাহায্য করছে ব্রিটিশ চোরাচালানকারীদের ছোট ছোট বোট। তাতেই বিরক্ত স্টারমার। তাই এবার থেকে অবৈধভাবে ইংলিশ চ্যানেল পার করে ব্রিটেনে পা রাখা অভিবাসীদের মোবাইল এবং সিমকার্ড বাজেয়াপ্ত করা হবে।
ব্রিটেনের এক মন্ত্রী অ্যালেক্স নরিস বলেন, "আমরা আমাদের সীমান্তে শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলাম। যার অর্থ এই মারাত্মক মানব পাচারকারী চক্রগুলিকে দমন করা। তাই জন্যই আমরা কড়া আইন প্রণয়ন করেছি।"
