shono
Advertisement

দাবানলের প্রকোপে ইউরোপে তাপপ্রবাহ, গরমে গলে গেল ট্রেনের সিগন্যাল! ছবি ভাইরাল

তাপমাত্রায় সর্বকালীন রেকর্ড গড়তে চলেছে ইউরোপ।
Posted: 02:12 PM Jul 21, 2022Updated: 02:25 PM Jul 21, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। গোটা ইউরোপ (Europe) জুড়েই তীব্র তাপপ্রবাহের কামড়। পর্তুগাল, স্পেন, ফ্রান্স, গ্রিস ও ক্রোয়েশিয়ার মতো দেশগুলিতে দাবানলের প্রকোপে জনজীবন বিপর্যস্ত। ৪০ ডিগ্রি সেলসিয়াস প্রায় ছুঁয়ে ফেলেছে পারদ। পরিস্থিতি কতটা ভয়াবহ তা পরিষ্কার হয়ে গিয়েছে ভাইরাল হওয়া কয়েকটি ছবিতে। যে ছবিগুলিতে ট্রেনের সিগন্যাল গলে যেতে দেখা যাচ্ছে! স্বাভাবিক ভাবেই এর ফলে ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে।

Advertisement

ব্রিটেনের ন্যাশনাল রেলওয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ছবিগুলি। যাত্রীদের উদ্দেশে জানিয়ে দেওয়া হয়েছে, ”আপনারা ইস্ট কোস্ট মেইন লাইনে ভ্রমণের আগে সময়গুলি একবার দেখে নেবেন। কেননা আমাদের প্রভূত বিঘ্নের মুখে পড়তে হচ্ছে।” কেবল সিগন্যালই নয়, রেললাইনেও আগুন ধরে যেতে দেখা গিয়েছে বলেও জানানো হচ্ছে।

[আরও পড়ুন: ‘আপনাদের আমলে কত চাকরি?’, একুশের মঞ্চ থেকে বামেদের তোপ মমতার]

সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে জানা গিয়েছে, কেবল ব্রিটেনেই তাপপ্রবাহে প্রাণ হারিয়েছেন ১৩ জন। রেললাইনের পাশাপাশি রাস্তার পিচ গলে যাওয়ায় যান চলাচলও ব্যাহত হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়বে। প্রথম বারের জন্য ৪০ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা।

ভাইরাল হয়ে গিয়েছে রেললাইন ও রেলের সিগন্যাল গলে যাওয়ার ছবিগুলি। অনেকেই তা শেয়ার করার সময় লেখেন, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলেই এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাবধান না হলে, প্রকৃতির রোষ আরও বাড়বে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

[আরও পড়ুন: ন্যাশনাল হেরাল্ড: ইডি দপ্তরে হাজিরা সোনিয়ার, সংসদে প্রতিবাদ বিরোধীদের, রাজপথে বিক্ষোভে কংগ্রেস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement