shono
Advertisement
US Election Result 2024

ঈশ্বরে মিলায় মোদি-ট্রাম্প! বিশ্বাসে আশ্চর্য মিল দুই রাষ্ট্রনেতার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের মিল অনেক। রাজনৈতিক মতাদর্শগতভাবেও একে অপরের সমকক্ষ তাঁরা।
Published By: Subhajit MandalPosted: 02:19 PM Nov 06, 2024Updated: 04:20 PM Nov 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: "আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। এত শক্তি আমি কোনও জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে এই শক্তি তিনিই দিয়েছেন।"

Advertisement

"অনেকে আমাকে বলেন, ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছেন। একটা বিশেষ উদ্দেশ্যে।"

প্রথম বক্তব্য বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের রাষ্ট্রপ্রধানের। আর দ্বিতীয় বক্তব্যটি বিশ্বের প্রাচীনতম গণতন্ত্রের হবু রাষ্ট্রপ্রধানের। যাঁর দ্বিতীয়বার মার্কিন মসনদে বসাটা ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে। মার্কিন নির্বাচনের ফলাফলে (US Election Result 2024) জয়ের ইঙ্গিত মিলতেই রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী যে সুরে কথা বললেন, তা অনেকটা মিলে যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। এদেশের লোকসভা ভোটের আগে মোদি বকলমে বলে দিয়েছিলেন, তিনি সাধারণ মনুষ্য সন্তান নন, তাঁর মধ্যে ঈশ্বরপ্রদত্ত শক্তি রয়েছে। প্রেসিডেন্ট হওয়া নিশ্চিত হওয়ার পর ট্রাম্পের (Donald Trump) ভাষণেও সেই একই সুর। হবু মার্কিন প্রেসিডেন্ট বললেন, "আমাকে বাঁচিয়ে রেখেছেন ঈশ্বর। একটা বিশেষ উদ্দেশ্যে। সেটা হল আমেরিকার হৃতগৌরব ফিরিয়ে আনা।" ট্রাম্পের ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার অবশ্য একটা কারণ আছে। ভোটের আগে হবু মার্কিন প্রেসিডেন্টের উপর প্রাণঘাতী হামলা হয়েছিল। দুষ্কৃতীর গুলি তাঁর কান ছুঁয়ে বেরিয়া যায়। 

নিজের ‘বিজয়ী ভাষণে’ ‘সোনার আমেরিকা’র স্বপ্ন দেখালেন ট্রাম্প। যে স্বপ্ন মোদিও দেখান ভারতবাসীকে। ট্রাম্প বলে গেলেন, “এই জয় ঐতিহাসিক। সর্বকালের সেরা রাজনৈতিক লড়াই দেখল আমেরিকা। আমেরিকাবাসীকে ধন্যবাদ।” এর পরই তাঁর বক্তব্য, "ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছেন এক বিশেষ উদ্দেশ্যে। সেটা হল আমেরিকাকে ফের জগৎসভার শ্রেষ্ঠ দেশের আসনে বসানো। জানি কাজটা কঠিন। কিন্তু আমি আমার সর্বস্ব দিয়ে লড়াই করব।" যেমনটা এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন ভোটের আগে। মোদিকে বলতে শোনা গিয়েছিল, "আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। এত শক্তি আমি কোনও জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে এই শক্তি তিনিই দিয়েছেন। আমাকে সামর্থ্যও তিনি দিয়েছেন, সদিচ্ছাও তিনি দিয়েছেন, প্রেরণাও তিনিই দিচ্ছেন।”

এমনিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের মিল অনেক। দুজনে একে অপরের ভালো বন্ধু। চারিত্রিক বৈশিষ্ট এবং রাজনৈতিক মতাদর্শগতভাবেও একে অপরের সমকক্ষ। এবার ঈশ্বরের প্রতি অগাধ আস্থাতেও যেন মিলে গেলেন ট্রাম্প এবং মোদি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মার্কিন নির্বাচনের ফলাফলে জয়ের ইঙ্গিত মিলতেই রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী যে সুরে কথা বললেন, তা অনেকটা মিলে যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।
  • এদেশের লোকসভা ভোটের আগে মোদি বকলমে বলে দিয়েছিলেন, তিনি সাধারণ মনুষ্য সন্তান নন, তাঁর মধ্যে ঈশ্বরপ্রদত্ত শক্তি রয়েছে।
  • প্রেসিডেন্ট হওয়া নিশ্চিত হওয়ার পর ট্রাম্পের ভাষণেও সেই একই সুর।
Advertisement