shono
Advertisement
US fighter jet F-35

আলাস্কায় ভেঙে পড়ল মার্কিন যুদ্ধবিমান F-35, ভাইরাল হাড়হিম ভিডিও

শেষ মুহূর্তে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন পাইলট।
Published By: Amit Kumar DasPosted: 11:57 AM Jan 29, 2025Updated: 12:11 PM Jan 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেরিকায়। মঙ্গলবার আলাস্কার এইলসন এয়ারবেসে ভেঙে পড়ল অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান F-35। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার রাত ৩টে নাগাদ ঘটে দুর্ঘটনা। সৌভাগ্যবশত দুর্ঘটনার আগেই বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন চালক। প্যারাসুটের মাধ্যমে মাটিতে অবতরণ করেন তিনি।

Advertisement

দুর্ঘটনা প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মার্কিন এয়ারফোর্সের ৩৫৪ বি ফাইটার উইংয়ের কমান্ডার কর্নেল পল বলেন, বিমানটি আকাশে ওড়ার পর তাতে বেশকিছু যান্ত্রিক গোলযোগ নজরে আসে চালকের। ওই অবস্থায় বিমানটি অবতরণের চেষ্টা করেন চালক। তবে অবতরণের আগেই বিমানটি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। এবং দুর্ঘটনা ঘটে। বিমানটি একটি এক আসন বিশিষ্ট। যদিও দুর্ঘটনার আগেই নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছেন চালক।

দুর্ঘটনার এক ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে বরফে ঢাকা এয়ারবেসে আছড়ে পড়ছে বিমানটি। দুর্ঘটনার পর ব্যাপক বিস্ফোরণের সঙ্গে আগুন জ্বলে যায় বিমানটিতে। যুদ্ধবিমানটি নিচে পড়ার সময় দেখা যায় প্যারাসুটে করে নিচে নামছেন পাইলট। উল্লেখ্য, এফ-৩৫ হল আমেরিকার পঞ্চম জেনারেশনের অত্যাধুনিক লড়াকু বিমান। ২০০৬ সালে বিমানটি বানানো শুরু করে মার্কিন সরকার। এরপর ২০১৫ মার্কিন বায়ুসেনার এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে ওঠে এই সিরিজের যুদ্ধবিমান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেরিকায়।
  • আলাস্কার এইলসন এয়ারবেসে ভেঙে পড়ল অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান F-35।
  • ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার রাত ৩টে নাগাদ ঘটে দুর্ঘটনা।
Advertisement