shono
Advertisement
Hijack Plane

ছুরি হাতে বিমান হাইজ্যাকের চেষ্টা! হামলাকারীকে গুলিতে ঝাঁজরা করে 'হিরো' সহযাত্রী

ছুরিকাঘাতে বিমানের তিনজন আহত হন।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 08:33 PM Apr 18, 2025Updated: 08:35 PM Apr 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছুরি হাতে বিমান হাইজ্যাকের চেষ্টা করেছিল এক ব্যক্তি! কুপিয়ে ৩ জনকে আহতও করে সে। এই পরিস্থিতিতে প্রাণের মায়া না করে এগিয়ে আসেন এক যাত্রী। গুলি চালিয়ে ঝাঁজরা করে দেন ওই হামলাকারীকে! তাঁর এই সাহসিকতার জন্যই প্রাণরক্ষা হয় বিমানে থাকা সকলের।

Advertisement

জানা গিয়েছে, এই ঘটনা উত্তর-পূর্ব আমেরিকার বেলিজের। গতকাল বৃহস্পতিবার একটি বিমান সান পেদ্রোর দিকে যাচ্ছিল। হঠাৎই ৪৯ বছরের এক ব্যক্তি পকেট থেকে ছুরি বের করে ভয় দেখাতে শুরু করে। ৩ জনকে ছুরি দিয়ে আঘাতও করে। তখনই এগিয়ে আসেন এক সহযাত্রী। হামলাকারীর উপর গুলি চালিয়ে দেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে তার মৃত্যু হয়।

এই ঘটনা প্রসঙ্গে, বেলিজের পুলিশ কমিশনার চেস্টার উইলিয়ামস জানান, হামলাকারীর নাম আকিনিয়েলা সাওয়া টেলর। সে আমেরিকার নাগরিক ছিল। যে ব্যক্তি তাকে গুলি করেছেন তিনি 'হিরো'। ওনার জন্যই বড় কোনও অঘটন ঘটেনি। তবে ওই বিমানবন্দর কর্তৃপক্ষ এখনও জানাতে পারেনি আকিনিয়েলা কীভাবে কড়া নিরাপত্তা এড়িয়ে ছুরি নিয়ে বিমানে উঠেছিল। ঘটনার পরবর্তী তদন্তের জন্য মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছুরি হাতে বিমান হাইজ্যাকের চেষ্টা করেছিল এক ব্যক্তি!
  • কুপিয়ে ৩ জনকে আহতও করে সে।
  • এই পরিস্থিতিতে প্রাণের মায়া না করে এগিয়ে আসেন এক যাত্রী।
Advertisement