shono
Advertisement
Rafale

AI ছবি, ভুয়ো সোশাল মিডিয়া অ্যাকাউন্টে রাফালে নিয়ে অপপ্রচার চিনের! বিস্ফোরক মার্কিন রিপোর্ট

অপারেশন সিঁদুর চলাকালীনই রাফালে যুদ্ধবিমান নিয়ে অপপ্রচার শুরু করে চিন। সঙ্গী হয় পাকিস্তানও।
Published By: Anwesha AdhikaryPosted: 11:31 PM Nov 19, 2025Updated: 11:31 PM Nov 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুর চলাকালীন রাফালে যুদ্ধবিমান নিয়ে ভুয়ো প্রচার চালিয়েছিল চিন! বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করল আমেরিকার এক কমিশন। আমেরিকা-চিন অর্থনৈতিক এবং নিরাপত্তা পর্যালোচনা কমিশনের পেশ করা রিপোর্টে তুলে ধরা হয়েছে, এআই ব্যবহার করে এবং ভুয়ো সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলিকে কাজে লাগিয়ে রাফালে ধ্বংসের খবর ছড়িয়েছিল চিন।

Advertisement

চলতি বছর মে মাসে অপারেশন সিঁদুর চলাকালীনই রাফালে যুদ্ধবিমান নিয়ে অপপ্রচার শুরু করে চিন। সঙ্গী হয় পাকিস্তানও। ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তান দাবি করেছিল, ভারতীয় বায়ুসেনার অন্তত ৩টি রাফালে যুদ্ধবিমান নামিয়েছে তারা। শুরুতে পাকিস্তানের সেই দাবি নিয়ে ভারত মুখ খোলেনি। তবে পরে সর্বাধিনায়ক অনিল চৌহান মেনে নিয়েছেন, অপারেশন সিঁদুরে ভারত যুদ্ধবিমান হারিয়েছে। সেনা সর্বাধিনায়কের বক্তব্যের পর এটা পরিষ্কার হয় যে, ফ্রান্স থেকে আনা রাফালে যুদ্ধবিমান খোয়াতে হয়েছে ভারতকে। অর্থাৎ পাক দাবি আংশিক হলেও সত্যি।

কিন্তু আমেরিকার রিপোর্টে সাফ বলা হয়েছে, রাফালে নিয়ে মিথ্যা প্রচার চালিয়েছে চিন। প্রাথমিকভাবে বেজিংয়ের উদ্দেশ্য ছিল, প্রতিরক্ষা ক্ষেত্রে রাফালের জনপ্রিয়তা কমিয়ে বিকল্প হিসাবে নতুন প্রযুক্তির চিনা জে -৩৫ যুদ্ধবিমানকে তুলে ধরা। তাই অপারেশন সিঁদুরের সময়টাকেই হাতিয়ার করে চিন। এআই দিয়ে তৈরি ভাঙা রাফালের ছবি গোটা বিশ্বে ছড়িয়ে দিতে ভুয়ো সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করেছে চিন, এমনটাই দাবি আমেরিকা-চিন অর্থনৈতিক এবং নিরাপত্তা পর্যালোচনা কমিশনের পেশ করা রিপোর্টে।

উল্লেখ্য, রাফালে প্রস্তুতকারী সংস্থা দাসাল্ট অ্যাভিয়েশনের কর্তারা বলছেন, অপারেশন সিঁদুরের পর বিভিন্ন দেশে গিয়ে রাফালে সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে চিন ও পাকিস্তান। ওই দেশগুলি যাতে রাফালে না কেনে সেটা নিশ্চিত করতে চাইছে ওই দুই দেশ। তাদের মূল উদ্দেশ্য, রাফালে যুদ্ধবিমানের ‘সুখ্যাতি’ নষ্ট করা। ফ্রান্সের শীর্ষকর্তারা দাবি করেছেন, রাফালে নিয়ে পাকিস্তানের দাবি সত্যি নয়। রাফালে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এবার একই দাবি তুলল মার্কিন রিপোর্টও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement