shono
Advertisement
US

প্রশান্ত মহাসাগরে ফের অভিযান আমেরিকার, ধ্বংস করা হল মাদকবাহী জাহাজ, মৃত ৪

অভিযানের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
Published By: Subhodeep MullickPosted: 03:14 PM Oct 30, 2025Updated: 03:14 PM Oct 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী একটি জাহাজে ফের আক্রমণ করল আমেরিকা। মার্কিন হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে জাহাজটি। মৃত্যু হয়েছে ৪ জনের। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ তাঁর এক্স হ্যান্ডলে খবরটি নিশ্চিত করেছেন।

Advertisement

বুধবার রাতে নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মতো মার্কিন সেনা পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি জাহাজে হামলা চালিয়েছে। এই জাহাজটি একটি সন্ত্রাসবাদী সংগঠন দ্বারা পরিচালিত ছিল এবং সেটির মাধ্যমে মাদক পাচার করা হচ্ছিল। ঘটনায় চারজন পাচারকারীর মৃত্যু হয়েছে।’ একইসঙ্গে অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। তবে পূর্ব প্রশান্ত মহাসাগরের ঠিক কোথায় এই অভিযান চালানো হয়েছে, তা তিনি স্পষ্ট করেননি। জাহাজটিতে ঠিক কী মাদক ছিল, তা-ও এখনও জানা যায়নি। কিন্তু মনে করা হচ্ছে, তাতে নিষিদ্ধ ফেন্টানিল জাতীয় মাদক থাকার সম্ভাবনাই বেশি।

উল্লেখ্য, চলতি বছরে মাদক পাচার রুখতে বিরাট সামরিক অভিযান শুরু করেছে মার্কিন সেনা। পূর্বে ক্যারিবিয়ান অঞ্চলে ভেনেজুয়েলার একাধিক জাহাজে হামলা চালিয়ে তা ধ্বংস করেছে সেনা। রেহাই পায়নি কলম্বিয়াও। এখনও পর্যন্ত সমুদ্রে নৌসেনার অভিযানে ৫৭ জনের মৃত্যু হয়েছে শুধু ক্যারিবিয়ান সাগরে। এবার প্রশান্ত মহাসাগরেও নজরদারি বাড়াল আমেরিকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী একটি জাহাজে ফের আক্রমণ করল আমেরিকা।
  • মার্কিন হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে জাহাজটি। মৃত্যু হয়েছে ৪ জনের।
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ তাঁর এক্স হ্যান্ডলে খবরটি নিশ্চিত করেছেন।
Advertisement