shono
Advertisement
Marco Rubio

তেল দখলই লক্ষ্য নাকি আরও কিছু? ভেনেজুয়েলা প্রসঙ্গে ট্রাম্পের দাবি থেকে পিছু হটলেন রুবিও

তেলের দেশের ভবিষ্যৎ বাতলে দিলেন মার্কিন বিদেশ সচিব।
Published By: Amit Kumar DasPosted: 11:50 AM Jan 05, 2026Updated: 02:01 PM Jan 05, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলায় হামলা (USA Attacks Venezuela) ও নিকোলাস মাদুরোর গ্রেপ্তারির (Nicolas Maduro Captured) পর ডোনাল্ড ট্রাম্প একাধিকবার জানিয়েছেন লাতিন আমেরিকার এই দেশ এখন তাঁদের কবজায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে তবে কি ভেনেজুয়েলার তেল ভাণ্ডারের দখল নেওয়ার পর সেখানকার সরকারেরও নিয়ন্ত্রণ নেবে আমেরিকা? এই ইস্যুতেই এবার মুখ খুললেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও (Marco Rubio)। ট্রাম্পের দাবি খারিজ করে তিনি জানিয়ে দিলেন, 'তেল নিষেধাজ্ঞা' ছাড়া ভেনেজুয়েলার শাসনব্যবস্থায় কোনও ভূমিকা থাকবে না ওয়াশিংটনের।

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিন আগেই জানিয়েছিলেন, নিকোলাস মাদুরোকে সরানোর পর ভেনেজুয়েলার শাসনভার এখন থেকে আমেরিকাই সামলাবে। তবে ট্রাম্পের সেই বক্তব্য শুধরে এক টিভি সাক্ষাৎকারে রুবিও বলেন, "ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলা আমরা চালাব। এর অর্থ সরাসরি সেখানকার শাসনব্যবস্থাকে নিয়ন্ত্রণ নয়, সেখানকার তেলের ট্যাঙ্কারের উপর নিয়ন্ত্রণ। আমেরিকা সেই নিয়ন্ত্রণ অব্যাহত রাখবে। এবং আমরা আশা করছি পরিবর্তন আসবে। এর জেরে সেখানকার জনগণের সুবিধাই হবে। বন্ধ হবে মাদক পাচার। মার্কিন প্রেসিডেন্টও সেই কথাই বলতে চেয়েছিলেন।"

উল্লেখ্য, শনিবার সাংবাদিক বৈঠক করে অন্তত ৬ বার মার্কিন প্রেসিডেন্টের মুখে শোনা যায় ভেনেজুয়েলা শাসন করবে আমেরিকা। এদিকে মাদুরোকে আমেরিকা অপহরণ করে বন্দি করার পরেই ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট সে দেশের দায়িত্ব তুলে দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজের হাতে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পেয়ে আমেরিকাকে কড়া বার্তাও দিয়েছিলেন ডেলসি। বলেছেন, “আমরা কখনও কারও দাসত্ব করব না। কোনও সাম্রাজ্যের উপনিবেশ আর আমরা হব না। আমরা ভেনেজ়ুয়েলাকে রক্ষা করতে প্রস্তুত।” এর পালটা রুবিও বলেছিলেন, রুবিও বলেন, “এখন ওঁরা (ভেনেজুয়েলার নেতারা) যা করবে, সে দিকে আমাদের নজর থাকবে। ওঁরা কী করে, সেটা আমরা দেখতে থাকব। আমি শুধু এটুকু জানি, ওঁরা যদি সঠিক সিদ্ধান্ত না নেন, তা হলে আমেরিকার আরও অনেক উপায় রয়েছে।” ডেলসিকে মাদুরোর চেয়েও খারাপ হাল করার হুঁশিয়ারি দেন ট্রাম্প।

এই পরিস্থিতিতে কিছুটা মাথানত করে ভেনেজুয়েলার অন্তর্বর্তী শাসক ডেলসি জানান, ‘আমেরিকা ও ভেনেজুয়েলার মধ্যে ভারসাম্যপূর্ণ এবং শ্রদ্ধাশীল সম্পর্ক তৈরি করাই আমাদের অগ্রাধিকার। পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার জন্য আমেরিকার সরকারকে আহ্বান জানাচ্ছি আমরা।’ এরপরই ভেনেজুয়েলা শাসনের মন্তব্য থেকে পিছু হঠে শুধু মাত্র তেল দখলেই চুপ থাকার বার্তা দিলেন রুবিও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ট্রাম্প একাধিকবার জানিয়েছেন ভেনেজুয়েলা এখন তাঁদের কবজায়।
  • স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে তবে কি ভেনেজুয়েলার তেল ভাণ্ডারের দখল নেওয়ার পর সেখানকার সরকারেরও নিয়ন্ত্রণ নেবে আমেরিকা?
  • এই ইস্যুতেই এবার মুখ খুললেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও।
Advertisement