সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মার্কিন মুলুকের প্রবাসীদের অস্বস্তি বাড়াল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এবার থেকে সে দেশে ওয়ার্ক পারমিট সংক্রান্ত তথ্যের স্বয়ংক্রিয় পুনর্নবীকরণ হবে না! আমেরিকার স্বরাষ্ট্র দপ্তরের এই পদক্ষেপে সমস্যায় পড়বেন বহু বিদেশি কর্মী। বিশেষত আমেরিকান সংস্থায় কর্মরত ভারতীয়দের জন্য চিন্তা বাড়ল। আমেরিকানদের নিরাপত্তার কথা চিন্তা করেই প্রবাসীদের জন্য নয়া নিয়ম, জানাচ্ছে হোয়াইট হাউস।
বুধবার আমেরিকার স্বরাষ্ট্র দপ্তর একটি বিবৃতি দিয়েছে। সেখানে তারা জানিয়েছে, ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) ২০২৫ বা তার পর যে অভিবাসীরা তাঁদের কর্মসংস্থান অনুমোদিত নথি (এমপ্লয়মেন্ট অথোরাজেশন ডকুমেন্ট বা ইএডি) পুনর্নবীকরণের জন্য আবেদন করবেন, তাঁদের নথির স্বয়ংক্রিয় ভাবে মেয়াদ বৃদ্ধি হবে না। অর্থাৎ ৩০ অক্টোবরের আবেদন করা ওয়ার্ক পারমিটের ক্ষেত্র এই নিয়ম লাগু হচ্ছে না। পাশাপাশি হোয়াইট হাউসের সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, মানুষের নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থেই অভিবাসীদের নথি পরীক্ষার নিয়ম কার্যকর করা হচ্ছে।
সূত্রের খবর, এবার থেকে ‘ওয়ার্ক পারমিট’-এর মেয়াদ শেষ হওয়ার অন্তত ১৮০ দিন আগে পুনর্নবীকরণে জন্য আবেদন করতে হবে। আদতে আমেরিকায় কর্মরত বিদেশিদের উপর নজরদারি চালাতেই কঠোরভাবে তাঁদের নথি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। নয়া পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্পের কড়া অভিবাসী নীতির অংশ। এমনকী আমেরিকায় কর্মরত অভিবাসীদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টও আতশকাচের নিচে। সব মিলিয়ে মার্কিন মুলুকে কর্মরত বিদেশিদের উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে হোয়াইট হাউস। প্রশ্ন উঠছে, উগ্র 'দেশাত্ববোধে' সাধারণ আমেরিকানরা কী আদৌ লাভবান হবেন?
