অবশেষে কি হার মানল ভেনেজুয়েলা? জানা গিয়েছে আমেরিকায় যাচ্ছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট। বুধবার মার্কিন প্রশাসনের এক আধিকারিক এই খবর জানিয়েছেন।
ডেলসি রড্রিগেজ ভেনেজুয়েলার প্রথম প্রেসিডেন্ট যিনি এই আসনে থাকা অবস্থায় মার্কিন সফরে যাবেন। যদিও, এই সফরের কোনও তারিখ সরকারিভাবে জানানো হয়নি। বুধবার ডেলসি জানিয়েছেন, আমেরিকার সঙ্গে যেকোনও আলোচনায় তিনি নির্ভয়ে বসবেন। এই আমন্ত্রণপত্রটি ওয়াশিংটন এবং কারাকাসের মধ্যে সম্পর্কের এক আকস্মিক পরিবর্তনের প্রতিফলন।
বুধবার দেশের সামরিক বাহিনীর নেতৃত্বে পরিবর্তন শুরু করেছেন। আঞ্চলিক কমান্ডে ১২ জন কর্মকর্তাকে নিয়োগ করেছেন তিনি। ভেনেজুয়েলার উপকূলে মার্কিন যুদ্ধজাহাজের একটি বহর রয়েছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার তেল বিক্রির জন্য মধ্যস্থতা করার অনুমতি দিয়েছেন। বিদেশী বিনিয়োগ সহজ করেছেন এবং কয়েক ডজন রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছেন।
এর মাঝেই, উঠে এসেছে ষড়যন্ত্রের তত্ব। একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের কয়েকমাস আগে থেকেই সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডিয়োসডাডো কাবেয়োর সঙ্গে যোগাযোগে ছিল আমেরিকার গোয়েন্দারা! সংবাদমাধ্যমের রিপোর্টগুলিতে দাবি করা হচ্ছে, মাদুরোর নিরাপত্তা বলয়-সহ বিভিন্ন গোপন তথ্য আগে থেকেই আমেরিকার হাতে চলে এসেছিল। আর এসব কিছু ফাঁস করেছিলেন ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্টেরই 'ঘনিষ্ঠ' কেউ। সেই ব্যক্তিই ছিলেন 'বিশ্বাসঘাতক'। তবে এই গোটা ষড়যন্ত্রের সঙ্গে কাবেয়ো যুক্ত ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু তাঁর সঙ্গে যে মার্কিন গোয়েন্দাদের যোগাযোগ ছিল, এই তথ্যে সিলমোহর দেওয়া হয়েছে রিপোর্টগুলিতে।
