shono
Advertisement
Venezuela

রাজধানীতে নেই বিদ্যুৎ, খাবারের জন্য লম্বা লাইন, 'অভিভাবকহীন' ভেনেজুয়েলায় আতঙ্কে ভারতীয়রা

রাজধানীর বিশাল অংশ অন্ধকারে ডুবে রয়েছে, বিকল যোগাযোগ ব্যবস্থা।
Published By: Anustup Roy BarmanPosted: 01:22 PM Jan 04, 2026Updated: 01:22 PM Jan 04, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলায় বিমান হামলা চালিয়েছে আমেরিকা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে গিয়েছে মার্কিন ডেল্টা বাহিনী। বিমান হামলায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো এবং বিদ্যুৎ গ্রিড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীর বিশাল অংশ অন্ধকারে ডুবে রয়েছে। বিকল যোগাযোগ ব্যবস্থা। খালি রাস্তাঘাট দেশ কার্যত নেতৃত্বহীন হয়ে পড়ে কিছু সময়ের জন্য।

Advertisement

কারাকাসে বসবাসকারী ছোট ভারতীয় অভিবাসীদের সংগঠনের সদস্য সুনীল মালহোত্রা দেশের পরিস্থিতি বর্ণনা করে বলেন, সেখানে পরিকাঠামোর ব্যপক ক্ষতি, খাবারের জন্য বিশাল লাইন এবং মানুষের মধ্যে ভয় এবং অনিশ্চয়তা দেখা গিয়েছে। তিনি বলেন, "উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তারা কারাকাসের বিমানবন্দরে আক্রমণ করা হয়েছে। শহরের প্রায় ১০০ কিলোমিটার দূরে দেশের বৃহত্তম বিমানঘাঁটি রয়েছে। সেখানেও হামলা করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফুয়ের্তে তিউনাতে।"

জানা গিয়েছে, আক্রমণের পরে বন্ধ হয়ে যায় সব সুপারমার্কেট। ছোট ছোট স্থানীয় দোকান খোলা থাকায় সেখান থেকেই প্রয়জনিয় জিনিস কিনেছেন মানুষ। যদিও সেই সব দোকানেই দেখা গিয়েছে লম্বা লাইন। এছাড়াও দোকানের চুরি করা বিদ্যুতে নিজেদের ফোন চার্জ করেছেন সাধারণ মানুষ। সেখানেও লম্বা লাইনের কারণে প্রায় ৬-৭ ঘণ্টা সময় লেগেছে সকলের।

তিনি জানিয়েছেন, স্থানীয় প্রশাসন অথবা সরকারের তরফে কোনও যোগাযোগ করা হয়নি। ক্ষয়ক্ষতির যা পরিমাণ তাতে কবে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে সেই বিষয়ে কিছু জানানো সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। স্থানীয় পুলিশের তরফ থেকে সকলকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়।

মালহোত্রা জানিয়েছেন, কারাকাসে তুলণামূলকভাবে কম সংখ্যক ভারতীয় অভিবাসী থাকেন। ভারতীয় দূতাবাস ভেনেজুয়েলায় বসবাসকারী ভারতীয়দের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছেন। এর মাধ্যমেই সব নির্দেশ সকলকে জানানো হয়েছে।

শনিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত বিবৃতি প্রকাশ করেছেন। যেখানে বলা হয়েছে, একান্ত প্রয়োজন ছাড়া কোনও ভারতীয় যেন ভেনেজুয়েলয়া না যান। বর্তমানে সেখানে থাকা ভারতীয়দের চলাফেরা নিয়ন্ত্রণ করার পরামর্শের পাশাপাশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। দেওয়া হয়েছে নির্দিষ্ট মেল আইডি ও ফোন নম্বর। বিদেশমন্ত্রকের প্রকাশিত মেল আইডি হল cons.caracas@mea.gov.in, এবং ফোন নম্বর +58-412-9584288।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভেনেজুয়েলায় বিমান হামলা চালিয়েছে আমেরিকা।
  • নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে গিয়েছে মার্কিন বাহিনী।
  • পরিকাঠামো এবং বিদ্যুৎ গ্রিড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
Advertisement