সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার ভাষণের সময় সংস্থারই কর্মী এক প্যালেস্তিনীয় সমর্থককে দেখা গেল চিৎকার করে স্লোগান দিতে। ওই সংস্থা ইজরায়েলি সরকারকে ক্লাউড এবং এআই সহায়তা দিচ্ছে, দাবি করে তার বিরোধিতা করতে থাকেন তিনি। তাঁকে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরিয়ে দেওয়া হলেও তিনি লাগাতার 'প্যালেস্টাইন স্বাধীন হোক' স্লোগান দিতে থাকেন। ভাইরাল হয়ে গিয়েছে সেই মুহূর্তের ভিডিও।
ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, জো লোপেজ নামের এই ব্যক্তি মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার। তিনি সিয়াটলে বিল্ড ডেভেলপার কনফারেন্সে উপস্থিত ছিলেন। সত্য নাদেলা বক্তব্য রাখার সময়ই তিনি দাঁড়িয়ে পড়েন। দর্শকাসন থেকেই চেঁচিয়ে বলতে থাকেন, ''সত্য, মাইক্রোসফট যেভাবে প্যালেস্তিনীয়দের হত্যা করছে সে ব্যাপারে আপনি কী বলেন?'' ইজরায়েলের যুদ্ধাপরাধে তিনি মাইক্রোসফটকেও অংশীদার করতে থাকেন। তাঁকে বের করে দেওয়া হলেও এক গুগল কর্মী সেখানে দাঁড়িয়ে বলতে থাকেন, ''প্যালেস্টাইন স্বাধীন হোক।''
এদিকে জো লোপেজ সভা থেকে বিতাড়িত হওয়ার পর সমস্ত কর্মীদের উদ্দেশে একটি মেল করেন। সেখানে তিনি অভিযোগ করেন, মাইক্রোসফট প্যালেস্তিনীয়দের উপর ইজরায়েলের জাতিগত নির্মূল অভিযানে সহায়তা করে চলেছে। জো লেখেন, 'আপনাদের সকলের মতোই আমিও গাজার গণহত্যা দেখে চলেছি! প্যালেস্তিনীয়দের কষ্ট দেখেও বিশ্বনেতাদের নীরবতা, নিস্ক্রিয়তা, অপদার্থতাও দেখছি। দেখছি কীভাবে প্যালেস্টাইনের মানুষরা প্রাণ হারাচ্ছেন এবং বাড়িঘর খোয়াচ্ছেন! সেই সঙ্গে তাঁদের অবস্থা নিরীক্ষণ করার আবেদনও করছেন বাকি বিশ্বের কাছে।'
প্রসঙ্গত, ত ১০ সপ্তাহ ধরে গাজা অবরুদ্ধ করে সেখানে অভিযান চালিয়েছে ইহুদি সেনা। লাগাতার অভিযানে গাজাকে কার্যত নরকে পরিণত করা হয়েছে। গাজার ভয়াবহ খাদ্য সংকট নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছিল বিশ্ব। এই পরিস্থিতিতেই গাজায় ত্রাণ পাঠানোর অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কিন্তু বিতর্ক থামছে না। বরং আগামিদিনেও গাজার মানুষকে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়েই যেতে হবে, এমন আশঙ্কা গোটা বিশ্বের। এই পরিস্থিতিতে নীরব সহায়তার অভিযোগ উঠেছে আমেরিকার বিরুদ্ধে। এই পরিস্থিতিতে সত্য নাদেলার বক্তৃতার মাঝেও ফের উঠে এল সেই প্রসঙ্গই।