shono
Advertisement

‘হিন্দু হয়েও মার্কিন প্রেসিডেন্ট হবেন?’ খোঁচার জবাবে কী বললেন রামস্বামী

ট্রাম্পের পরই রিপাবলিকান প্রার্থী হিসেবে রামস্বামীর নাম উজ্জ্বল হয়ে উঠছে।
Posted: 04:39 PM Dec 14, 2023Updated: 04:39 PM Dec 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালে আমেরিকায় নির্বাচন (US election 2024)। ডোনাল্ড ট্রাম্পের পরই রিপাবলিকান প্রার্থী হিসেবে যাঁর নাম উজ্জ্বল হয়ে উঠেছে তিনি বিবেক রামস্বামী (Vivek Ramaswamy)। কিন্তু তাঁর ক্ষেত্রে কি বাধা হয়ে দাঁড়াবে তাঁর ধর্ম? এপ্রসঙ্গ আগেও উঠেছে। সিএনএন টাউন হলে তিনি ফের সোচ্চার কণ্ঠে মনে করিয়ে দিলেন তিনি হিন্দু। এবং কোনও কারণেই নিজের ধর্মীয় পরিচয় আড়াল করতে চান না।

Advertisement

ঠিক কী প্রশ্ন করা হয়েছিল তাঁকে? গানি মিচেল নামের এক ভোটার রামস্বামীর কাছে জানতে চান, ”আপনাকে যখন বলা হয়, আপনি আমাদের প্রেসিডেন্ট হতে পারবেন না। কেননা আপনার ধর্মীয় পরিচয় আমাদের প্রতিষ্ঠাতারা যে ভিত্তিমূল স্থাপন করে এই দেশটি প্রতিষ্ঠা করেছিলেন তার সঙ্গে মেলে না। এটা শুনে আপনার প্রতিক্রিয়া কী হয়?”

[আরও পড়ুন: Derek O’Brien: সংসদের নিরাপত্তায় গলদ নিয়ে প্রতিবাদ, ধনকড়ের সঙ্গে তর্কে জড়িয়ে সাসপেন্ডেড ডেরেক]

এই প্রশ্নের উত্তরে রামস্বামীর সপাট জবাব, ”’আমি একজন হিন্দু। এবং নিজের পরিচয় কখনই লুকোই না। হিন্দুত্ব ও খ্রিস্টবাদের মূল্যবোধ সমান। আমার ধর্মীয় বিশ্বাস থেকে আমি বলতে পারি, প্রতিটি ব্যক্তি এখানে একটি কারণে এসেছেন।” তিনি মনে করিয়ে দেন, প্রতিটি মানুষই সমান। এবং ঈশ্বর আমাদের মাধ্যমেই নানা কাজ করেন। সকলের মধ্যেই তিনি আছেন।

প্রসঙ্গত, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক নিজেকে ‘গর্বিত হিন্দু’ বলে থাকেন। মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী রামস্বামীও কথা বলছেন তাঁর হিন্দু ধর্মবিশ্বাস নিয়ে। এভাবেই মার্কিন নির্বাচনেও নানা ফ্যাক্টরের মধ্যে হিন্দুত্বও একটি ফ্যাক্টর হয়ে উঠতে শুরু করেছে। তা ফের পরিষ্কার হয়ে গেল এদিনও।

[আরও পড়ুন: সংসদে গ্যাস হামলার পরই কলকাতার NGO কর্মীকে ভিডিও পাঠায় ললিত! ঘনাচ্ছে রহস্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement