সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কা সত্যি করে ভারতীয় সময় শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে আমেরিকা। সস্ত্রীক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে (Nicolas Maduro) বন্দি করে নিয়ে আসা হয়েছে নিউ ইয়র্কে। বর্তমানে তাঁর রয়েছে নিউ ইয়র্কের কারাগারে। এই পরিস্থিতিতে মুখ খুলেছে চিন। মার্কিন অভিযানের পাশাপাশি মাদুরোকে অপহরণের ঘটনার কড়া নিন্দা করেছে তারা।
চিনের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ‘গোটা ঘটনায় চিন হতবাক। একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে নির্লজ্জভাবে আমেরিকার শক্তি প্রয়োগ এবং সেদেশের রাষ্ট্রপতির বিরুদ্ধে এধরনের পদক্ষেপের নিন্দা জানাই।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ওয়াশিংটনের এই ধরনের আধিপত্যবাদী আচরণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আমেরিকার এই পদক্ষেপের কারণে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে শান্তি এবং নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।’
দীর্ঘদিন ধরে চাপানউতোরের পর ভারতীয় সময় শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বোমা হামলা চালায় আমেরিকা। বন্দি করা হয় সেখানকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে। ভেনেজুয়েলার অভিযোগ, এই হামলা আসলে মার্কিন আগ্রাসনের একটি ঘৃণ্য উদাহরণ। এদের উদ্দেশ্য শুধুমাত্র ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখল করা। সেই অভিযোগের মাঝেই শনিবার সাংবাদিক বৈঠক করে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ”যতক্ষণ না নিরাপদ, সঠিক এবং ন্যায়সঙ্গত ভাবে কাউকে ভেনেজুয়েলার ক্ষমতায় বসানোর সুযোগ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরাই ভেনেজুয়েলা পরিচালনা করব।” যার অর্থ, বকলমে তেলের দেশ ভেনেজুয়েলার দখল নিল আমেরিকা।
